-----------------------------------------------------------------------------------------------------------------প্রসেনজিৎ মন্ডল।
প্রেমের মর্ম বুঝিনি আমি বাল্যকালে ।
শৈশবটা পার হল বইয়ের সাথে খেলে।।
যৌবনে পা দিতেই নারীর মর্ম বুঝিলাম।
প্রেমের গভীরতাকে খূঁজতে শুরু করিলাম ।।
শুরুতে তোমাকে না দেখেই তোমার প্রেমে পড়েছি।
বারংবার নিজের প্রেম'কে প্রকাশ করতে চেয়েছি।।
তোমার সংসপর্শে এলে আমার বাকরোধ হয়।
তোমাকে হারাবার যে বড় ভয়।।
পারিলাম না তোমাকে মনের কথা বলতে ।
আজও আমি অপারক তোমায় আপন করতে ।।
পথপানে চেয়ে আমি তোমার অপেক্ষায়।
দ্রুততার সাথে বয়ে চলে জীবনের সময়।।
কি হবে এই অসমাপ্ত প্রেমের শেষে?
কি পাব আমি তোমায় ভালোবেসে ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন