-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
|| দূর্গাসহায় ||
অরিন্দম শীল প্রযোজিত
অরিন্দম শীল প্রযোজিত
review by: anindita
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
যার অতীত টা কয়লা সেও ভালোবাসা পেলে হীরে হয়ে যায়।
'দূর্গাসহায়' আয়া বেশের চোর কে ভালোবাসা দিয়ে ছোটোবউদির 'মা' হয়ে ওঠার একটা কাহিনী। খারাপ কে খারাপ বেসে না ভালোবাসলে সে তোমায় উজার করে দেবে সবটা- এটাই আসল সারমর্ম। আয়া হিসেবে আসা দূগগার ছোটো বউ-য়ের ভালোবাসা তে পালটে যাওয়া হয়তো গভীর একটা আচঁড় কেটে বলেছে - 'ভালোবেসেই দেখো।'
দূর্গা চোর তাকে বাড়িতে রাখার কারণ পারদপক্ষে না থাকলেও ছোটো বউ-এর মেয়ের রূপ তা দূর্গার মধ্যে দেখতে চেয়েই বিরোধ করে ভালোবাসতে হয়েছিল চোর টাকে। আর সত্যিই তো তার কথা টা তো ঠিক ই-
দূর্গা চোর তাকে বাড়িতে রাখার কারণ পারদপক্ষে না থাকলেও ছোটো বউ-এর মেয়ের রূপ তা দূর্গার মধ্যে দেখতে চেয়েই বিরোধ করে ভালোবাসতে হয়েছিল চোর টাকে। আর সত্যিই তো তার কথা টা তো ঠিক ই-
"চুরি করার থেকে চুরির লোভ টা বেশি ক্ষতি কারক না? সেটা সংবরণ করতে পারলেই হল। কেউ ধরা পরে,কেউ পরে না -এটাই ফারাক।"
লোভী যে সবাই তবুও দোষ হয় সেই চোরের। তেমনি খারাপ কে খারাপ বলে নিজের গা থেকে দোষ সরিয়ে নিলেও বদলানোর চেষ্টা টা করে বোধ হয় গুটিকতক। তারপর মেয়েটার 'বাড়ির মেয়ে' হয়ে ওঠার গল্প। দূর্গার তখন সহায় হওয়ার গল্প - কখনো ভালোবেসে সব কাজ করে, কখনো গান শুনিয়ে,বাড়ির দূর্গা পুজোর জোগাড়ে একাই দশভুজা হয়ে বা বাড়ির ভাইয়ে মারের বিধ্বংসী প্রতিবাদে লিপ্ত হয়ে। তবুও শেষ রক্ষার চেষ্টা, ডাকাত স্বামী ওরফে মাধবের ষড়যন্ত্র-এ অনিচ্ছা তে জড়িয়েও ও বাড়ির ভালোবাসার কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হওয়ার গল্প এই 'দূর্গাসহায়'।
তবে সবটা থাকলেও কেমন জানো
"শেষ হইয়াও হইলো না শেষ "
শুরু থেকে রোমহর্ষক কিছু প্রতিবাদ আর পালটে যাওয়া তে অনেক প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল শেষটা যেন আর দাঁড়ি টানতে পারলো না অদ্ভুত এক প্রত্যাশা রেখে দিয়ে চলে গেল।
তাই থিম নিয়ে ৫ -এ ৩ দিলেও অতৃপ্তির জন্য তা ২.৫ -এ থাকুক।
তবে সবটা থাকলেও কেমন জানো
"শেষ হইয়াও হইলো না শেষ "
শুরু থেকে রোমহর্ষক কিছু প্রতিবাদ আর পালটে যাওয়া তে অনেক প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল শেষটা যেন আর দাঁড়ি টানতে পারলো না অদ্ভুত এক প্রত্যাশা রেখে দিয়ে চলে গেল।
তাই থিম নিয়ে ৫ -এ ৩ দিলেও অতৃপ্তির জন্য তা ২.৫ -এ থাকুক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন