---------------------------------------------------------------------by Antorip
মনের অন্ত্যমিলে চেনা ছন্দকে খুঁজে পেতে চেয়েছি বার বার, আধুনিক সভ্যতার আনুমানিক বাস্তবতার অনুরণন কে আগ্ৰাধিকার দিয়েছি বেশি আবেগের মূর্চ্ছনার তুলনায়, কিন্তু এ শহর হারিয়েছে মনুষ্যত্বের মঞ্চায়ন, হারিয়েছে বিশ্বাস, স্বাভাবিকত্ব,সহজতা, সরলতা।আজ শুধুই শহর জুড়ে commercialism, retaliation, nihilism, absolutismএর cacophony।তাই আর সভ্য হব না, বরং অসভ্যতার দাবি গুলোকে জেহাদ ও বিপ্লবের পোষাকী মুখোশ পরিয়ে বর্বর হবো।
সস্তার বেআব্রুতায় সমাজ Vail of ignorance এ আচ্ছাদিত, শিশু হারিয়েছে শৈশব,মা হারিয়েছে তার মাতৃত্ব, পুরুষের পশুত্বে নারী হারিয়েছে নারীত্ব, শহর ভুলেছে রোদেলা স্মৃতিময় বিকেল, বৃষ্টি হারিয়েছে তার একান্ত ব্যক্তিগত হৃদয়ের অবাধ্যতা।সভ্যতা তার বাঁক নিয়েছে প্রতিক্রিয়াহীনতায়। ইতিহাস ভুলেছে বিরুদ্ধতার পাঠ।এর থেকে বর্বরতা বোধহয় অনেক ভালো। এই নিষ্ক্রিয় সমাজের অকাল মৃত্যু হোক, যেখানে স্থান নেই মনুষ্যত্বের, ক্ষুদার, আবেগের, অনুভূতির,মূল্যবোধের,শিক্ষার । সমাজ সংস্কৃতি, কৃষ্টি, শিল্প অচলায়তনে পর্যভূষিত। চারিদিকে যন্ত্রের হুংকার।এর চেয়ে বোধহয় মানুষের আবেগ প্রকাশ এর সহজ সরল মাধ্যম গুলি ভালো ছিল। অকাট্য তুরুপের মতো কঠিন কড়াল বাস্তবতার আঘাতে আমরা বোধহয় ভুলতে বসেছি"নহি যন্ত্র নহি যন্ত্র মোরা প্রাণী"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন