---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
MOVIE: ধনঞ্জয়
review by: ANIMIKH SENGUPTA
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
কিছু কিছু সিনেমা থাকে যেগুলো হলে বসে দেখতে দারুণ লাগে কিন্তু হল থেকে বেরিয়েই আমরা ভুলে যাই, আবার এমনও সিনেমা আছে যেগুলো আপনার ওপর গভীর ভাবে প্রভাব ফেলে, আপনাকে ভাবায়, অরিন্দম শীলের 'ধনঞ্জয়' এমনই একটি সিনেমা । ২০০৪-এ ১৪ বছর জেল খাটার পর ধনঞ্জয়-এর ফাঁসি হয়, কিন্তু সেটা কি যুক্তিযুক্ত ছিল? আদৌ কি দোষী ছিল ধনঞ্জয় নাকি রাজনৈতিক এবং প্রভাবশালী মানুষদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার সে? নাকি সে গরীব বলেই তার সাথে এরম হল? কি করে একজন মানুষকে একটি ঘটনার জন্যে যেই ঘটনায় তার বিরুদ্ধে কোন প্রত্যক্ষ প্রমাণ ছাড়া কেবলমাত্র অবস্থাগত প্রমাণের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়?
ছবিটি টানটান এবং দর্শক শেষ মুহূর্ত অব্দি এদিক ওদিক করারও অবসান পাবেনা, অনির্বাণ ভট্টাচার্য যে কত বড় মাপের অভিনেতা সেটা আবারও প্রমাণ করলেন, মিমি চক্রবর্তী অসাধরণ, মিমিকে সম্পূর্ণ অন্যরকম একটি চরিত্রে খুবই মানিয়েছে এবং মিমি সেটা অত্যন্ত নৈপুণ্যতার সঙ্গে করেছেন । নিজ নিজ ভূমিকায় কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, মীর যথাযথ এবং অসাধরণ । অরিন্দম শীলের সিনেমা দর্শক বরাবরই স্বতস্ফুর্ত ভাবে গ্রহণ করেছে এবং 'ধনঞ্জয়' এর বেলাতেও এর অন্যথা হবেনা । ছবিটি অবশ্যই দেখবেন এবং হলে গিয়ে দেখবেন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন