সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
চলছে, চলবে। সায়র ব্যানার্জী  কোন ট্রেনে বলো দুঃখ কাটা পরে? কোন সমুদ্র তারা'দের লাশ বয়? ঝুলন্ত ওড়না একচালা এক ঘরে, আজও করে লজ্জার সঞ্চয় কোন রডে থাকে যোনিচ্ছেদী লোভ? কোন অ্যাসিডে ঈর্ষা মেশানো থাকে? কোন চোখ দুটো ছিঁড়ে খেলো আজ বলো? টিউশন ফিরতি একলা কিশোরীটাকে মেরি বিস্কুট চা'য়ে ডুবে যায় শুধু সকালের কাগজে ক্ষত-বিক্ষত লাশ আক্ষেপের সুরে লজ্জা ভাঁজ করে; বলবে তুমি- যত সব ছাইপাশ । দিন কাটবে যেমন রোজ কাটে আবার রাতে আর্তনাদের স্বর, আজও ঠিক টিউশন শেষ হলে সেই কিশোরী একলাই ফিরবে ঘর।।

কবিতা

॥অশরীরী প্রেম॥       মন খারাপের অজস্র রাতে অশরীরী লুকিয়ে ব্ল্যাংকেটে এসো তবে দুহাত ধরে দুজনে মিলে বসে পরি প্ল্যানচেটে। মৃত প্রেমই জবাব দেবে আজ কে কতখানি ব্যাকডেটেড লাল চোখে ক্যান্ডেল লাইটে আবছা ছায়ারাও ফ্রাস্ট্রেটেড। আত্মা যখন আত্মস্থ হয় শিহরণের পারদ বেশ চড়তে পারে বাক্য বানে ছিণ্ণ লিপি,পিছন ফিরে দেখতে বুঝি ভয় করে? হরর মুভির মতো করে একচোখ বুজে মৃত সম্পর্কটা ছোঁয়া কাঁপবে ঠোঁট,বাড়বে হার্টবিট,কাছে এলেই বাকিটুকু ধোঁয়া।  সৌভিক

ননসেন্স গল্প – ৩----নকশাল

-----------------------aditya নকশালবাড়ির ৫০ বছর বয়স হল। আন্দোলন ফিকে হয়ে গেছে , হারিয়ে গেছে অনিমেষ আর মাধবীলতা। লাল সেলাম আর সবুজে পরিণত হয়েছে । বন্দুকগুলো আজ খেলনা । কেউ আর ওদিকে ফিরে যায় না । সবাই মূল স্রোতে চলে এসেছে । শিলিগুড়ির সেই ছেলেটা আজ স্কুলে পড়ায় । পার্টটাইম। মাসে আট-হাজার টাকা । কোনরকমে চলে যায় । গায়ে পাঞ্জাবি ,কাঁধে ঝোলা ব্যাগ ,চোখে এখন স্বপ্ন । এখন মার্কস ,লেনিন ,চে গুলে খায় । সেদিনই দেখা হয়েছিল । ওরা নাকি এর মধ্যেই একটা পথ নাটিকা করবে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে , শুনলাম এখন বেশ কিছু কলেজ পড়ুয়া নাকি আগ্রহ দেখায় , ওদের ইতিহাস নিয়ে ঘাঁটে , শুনে এখন অবাক হলাম ওরা এখন মনে করে বন্দুকের নলই নাকি রাজনৈতিক ক্ষমতার উৎস । হাসি পায় এখন ওদের উদ্দীপনা দেখে , যে বিপ্লবের মূলই শূন্য ,সেই বিপ্লব কি করে চিরস্থায়ী হবে ? আজ অনেক দিনের পর একটু বৃষ্টি দেখতে পেলাম । সাময়িক স্বস্তি ,তবে একটা ফোনের অপেক্ষায় আছি , যাই হোক , নকশাল বাড়ি লাল সেলাম …… ABOUT THE AUTHOR:  NAME: ADITYA GHOSH Aditya is a theatre artist and has passion for writing. He loves to talk shit and to smo...

by -জয়শ্রী

---------------------------------------------------------------------------------------------জয়শ্রী - মা , ও মা...!! - কি হয়েছে বললাম তো কেক এনে দেব। -না সেটা না , পায়েস ই হোক...। - কি দরকার । আর কথা বাড়িয়ে লাভ নেই। অতো ইচ্ছাই যখন নিজে বানিয়ে খা। আমি বেরোলাম জন্মদিনের কেক টা আনতে। সকালে উঠে আমি মনে মনে বলি প্রার্থনা করি যেনো আর হয়না কাউর কবিতার উৎসের সমাপ্তি। যেতে রান্নাটা শিখিয়ে যেতে মা! আমি যে কিছুই পারিনা... লাউ আর ইচোরের তরকারি কতো যে ভালোবাসি। অনেককিছু পাল্টে গেলো... জানো মা ভাই চাকরি পেয়েছে...সাথে সাথে সখের গিটার টাও বাজায়। জানো মা শাড়ির আঁচল-কুচি করতে পারি...পুজোর সময় শাড়িও পড়ি.....। তোমার রাগ অভিযোগের কারনগুলো আর নেই... কেমন জানো দিগন্তের সূর্যের মতো ইচ্ছাগুলোও অস্তগামি.... এই নাও খেয়ে নাও দেখি জলদি জলদি.... বেরোতে হবে তড়িঘড়ি... আজকে কলেজের বিদায়দিন। সাথে আমার জন্মদিন... পায়েসটা বানাতে শিখে গিয়েছি.. পুরোনো অভ‍্যাসগুলোও পাল্টে ফেলেছি..... একবার রাগটা কমিয়ে খেয়ে নাও মা!!... আমার যে বেরোতে হবে!!!

AT THE SEA

                     -------------------------------------------------------MOHONA The cacophony of the Wild Flamingoes,          In the night lit by the moon,         Spines me down with a shiver, Reminding of that day at half past noon.      I stood gasping across the ocean, Standing on the deck, Sea has always been my companion And I am his first mate. And unlike in any other ordinary day, The turn of events came upon me, A killer of the seas, Turned to rescue a man of his needs. The wooing and thanking continued for a week, When one fine night they kissed And set the sky on thunders. As it rained upon them, The silent, stormy night, Passed away in sweaty, sleepy good nights. Now as I stand on my burning deck, Amongst the cacophony of the wild flamingoes, I stand in forgiveness for...

ননসেন্স গল্প-২

আজ নাকি ফেভারিট কেবিনের একশ বছর বয়স হল । কিছুদিন আগে অবধি এই কেবিনের নামটাও জানতাম না । গেছি হাতে গুনে একবার । তাও এক বান্ধবীর সঙ্গে । এক বৃষ্টি ভেজা দুপুরে । আটপৌরের কাজের জন্য । তখন   আমাদের মধ্যে সম্পর্কটা বেশ বাটারের মধ্যে ছিল । এখন একদম কাঁচা লঙ্কার মতো হয়ে গেছে । সেদিন সে আমার সাইকোলজির পুরো   শ্রাদ্ধ করে ছেড়েছিল । যাই হোক , এই কেবিনটা শুধু প্রেম , আন্দোলন কিংবা সাহিত্যের কাজে লাগে না , প্রচুর পরিচালকের প্রিয় স্থান । প্রচুর বানিজ্যিক মাল – মশলা আছে ভেতরে , বাইরে থেকে যতই বনেদী হোক না কেন , কম খরচে আতলামি মারার ভালো জায়গা । উত্তর কোলকাতা হাঁটলে এমন প্রচুর দেখতে পাওয়া যাবে , কিন্তু কতগুলোর সঙ্গে ইতিহাস যুক্ত আছে সেটা খুঁজে দেখতে হবে ।   শোনা যায় নকশাল আন্দোলনের প্রচুর প্ল্যান নাকি এখানেই কষা হয় , বামফ্রন্টের নীতি নিয়েও নাকি প্রতি সন্ধ্যেবেলা এখানে সভা বসত । প্রচুর কবিও নাকি এখানে বসে কাগজ নষ্ট করতেন । শুধু কবি কেন বেশ কিছু সস্তার নোবেল মার্কা প্রেমও দেখা গিয়েছে । যদিও এখন সবই ধূসর পাণ্ডুলিপি । তেমন কেউ এখন আর ওদিকে যায় না । শুধু যারা পেনশ...

BAAHUBALI-2: THE CONCLUSION

Baahubali 2: The Conclusion is an epic historical fiction film directed by S. S. Rajamouli. It is the continuation of Baahubali: The Beginning. Initially, both parts were jointly produced on a budget of ₹ 250 crore however the budget of the second part was increased later. Baahubali 2: The Conclusion has made a business of ₹500 crore before release. It  is the first Telugu film to be released in 4K High Definition format. It is estimated that close to 200 screens are being upgraded to 4K projectors before the release date of the movie. Bahubali 2 casting Prabhas in the lead and Rana Daggubati as another major character – ‘BHALLAL DEV’, has crossed a budget of more the 500 crore in  the box office. Bahubali took the indian cinema to another level by the use of immensely modified technology and graphics in the film. Bahubali came in like a trend in the Indian market and touched the sky high limits. Prabhas playing both Amarendu Bahubali- the father and Mahendra Bahubali ...

ননসেন্স গল্প -১

--------------------------- দামী বাড়ি ,দামী গাড়ি ,অর্ধেক রাজত্ব আর সঙ্গে রাজকন্যা । হাতে গিটার , গ্লাসে মদ ,মুখে চুরুট আর মাথায় আতলামি ।বাঙালি মানেই নাকি শুনেছি আড্ডা মারা আর চায়ের ঠেকে বাতেলা ঝাড়া । আমিও বাদ যায় না ওই লিস্ট থেকে । আসলে মাঝে মাঝে মনে হয় সবই যেন স্ক্রিপ্টেড , সবকটা বাঙালি যেন ওই স্ক্রিপ্ট ফলো করে আসছে যুগ-যুগান্ত ধরে । আজকাল আবার একটা নতুন ধারা যুক্ত হয়েছে তাতে। বিদেশী ধাঁচে , এক এবং একাধিক পুরুষ কিংবা মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে যুক্ত হওয়া , যার যত বেশী এ মার্কেটে তার দাম তত বেশী, এই জন্যই তো ইদানীং খুনের কেসগুলো বেশী ঘটছে , মদের দোকানে লাইন পরছে , কণ্ডোম বেশী বিক্রি হচ্ছে , এবং আরও আরও । আজকাল তো শনি - রবিবার পার্টি না করলে জীবন মিথ্যে । কফি হাউসে বসে ফিলিং নসটালজিক মার্কা স্ট্যাটাস আপলোড না করলে কেউ পাত্তা দেবে না । বাঙালি দিন দিন ন্যাকা হয়ে যাচ্ছে । এখন আর কেউ স্কন্দকাটার ভয় পায়না , সব এখন ড্রাইভারদের ভয় পায় । আহেম আহেম, যেটা বলছিলাম বাঙালি এখন ঘরে রবি দাদুর ছবি রাখে না , বরং কোনো উন্মুক্ত নারীর বক্ষযুগলের ছবি টাঙানো থাকে । বাঙালি এখন পিনকল খায় না , আর বি...
Review by Shaon Halder Posto (off course not the poppy seed).  Actually dramatically I must say that this film depicts a scenario on modern day parenting. I am not so qualified to judge a classic movie like posto, still sharing my opinion and feelings regarding the outstanding presentation of the whole film posto, directed by duo Shiboprosad Mukherjee and Nandita Roy. On 12th may the giant silver screen brought tears in viewer’s eyes by the unparallel acting performance of each and every actors of this film. The story goes surrounding a seven-year-old boy (Posto) who lives with his grandparents since both his parents are the modern-day ambitious individuals. Hard-working couple Arnab (Jisshu) and Sushmita (Mimi) had left their son Posto with his parents in Santiniketan. Posto cannot imagine a day without his grandparents, Dinen and Gauri, and neither can they. Lily Chakraborty (Gauri) as grandma is the perfect foil to Soumitra(Dinen). Their on-screen chemistry with their gra...

TIME MACHINE

---------------------------------------------DISHARI When a lifeless morning slipping down from an abondoned balcony  enlightens all the memories  that was once packed in a box  inside that old fashioned cupboard for years  and some apparent thoughts dancing with the  evergreen melodies.... That is the time when an absence strikes my mind. An absence of nothing but a Time Machine !

শেষ দেখা

--------------------------------------------------------------------------জয়শ্রী প্রেম কি জলের মতো?মুঠো থেকে ঝরে যায়? সত‍্যি কি সাত জন্মের বন্ধন-টন্ধন ? নাকি সব বোগাস ব‍্যাপার! ভাবতে ভাবতে তাকাই ঘরের মানুষ দুটির দিকে , আমার দাদু, দিদান(বাবার মা বাবা)। এই মানুষদুটি গত ৫২টা জৈষ্ঠের দাবদাহে একসাথে পুড়েছে, এক ই ছাদের তলায় একসাথে ৫২টা বর্ষা কাটিয়েছে, ৫২টা বসন্তে একে-অপরের রঙে রঙিন হয়েছে। কে বলেছে পাল্টে থাকাই বেচে থাকা, ? গত ২০ বছর ধরে এই দুটো মানুষকে দেখেছি একে অপরের ভালোবাসার অভ‍্যাস নিয়ে বাচতে...। তাই পাল্টে যাওয়াই বেচে থাকার নাম নয়, অভ‍্যাস বলেও একটা ব‍্যাপার আছে.. । যেদিন বয়সটা পেরিয়ে যাব, পুরোনো আড্ডার জায়গাটায় আসিস, তখন আর একবার জড়িয়ে ধরে তোকে বলব," Lag jah gale ke phir eh hasin raat ho nah ho, kih sayed iss janam meh mulakat ho nah ho"....             

হিজিবিজি-২

-------------------------------------------------------------------------------------------- Kunal Biswas কতটা ভালবাসি, সেটা কয়েকটা ম্যাসেজ কিংবা ইমোজিতে পারবোনা বোঝাতে; কতটা ভালবাসি, সেটা কয়েকটা filmy dialogue বলেও পারবোনা বোঝাতে। . একগুচ্ছ নেকমি মেরেও পারবোনা ভুয়ো প্রেম নিবেদন করতে, "তোমায় ভালবেসে, চাঁদটাও এনে পারি; তোমায় ভালবেসে, হাঁসতে হাঁসতে জীবনটাও দিয়ে দিতে পারি।" . শুধু এটুকু বলতে পারি, "একবার হাতটা ধরো, সারা জীবন পাশে রবো।।"

ছেড়া পাতা-২

------------------------------------------------------------------------NILANJAN কোনও কোনও শব্দ হঠাৎ চলতে চলতে থেমে যায়... ভয় হয়... পৃথিবীটা হঠাৎ খুব ছোটো মনে হয়, খুব অচেনা... দহন পার হয়ে তবু বৃষ্টি নামে, বৃষ্টি ঝরে... বৃষ্টি বৃষ্টি, এবং এক চিলতে ঝর... সমস্ত ভাসিয়ে নেবে বলে... সব ? কে জানে... ঝড় কি সব ভাসিয়ে নেয় ? তবে আবার ফিরে আসে কেন ? এই "কেন" শব্দটার কোনো উত্তর হয় না... সত্যিই হয় না । কেউ সত্যিই জানে না কেন কেউ গণ্ডি পেরিয়ে পা রাখে... কেন কেউ স্বেচ্ছায় হাত বাড়ায় আগুনে।। প্রেম পবিত্র, ঝড় পবিত্র, তাই আগুনও... একমাত্র ঝড় ছুঁয়ে যাওয়া মানুষ জানে আগুন ছুঁয়ে যাওয়া শরীর... আমরা এসব জানি না । আমরা দূরে দাঁড়িয়ে থাকি । আমাদের পুড়ে যাওয়ার সাহস নেই । ঝরে ভেঙ্গে যাওয়ার মতোও পেলব নই আমরা... ভেঙ্গে যেতে যেতে গাছ বলে "লিখে রেখো"... মানুষ বলে, পুড়ে যেতে যেতে "লিখে রেখো"... আমরা শুনতে পাই... একটা দিগন্তের পাড়ে সূর্য ওঠে... আর আমাদের সাদা আকাশের পাতায় একটা একটা করে আকাশ পেরিয়ে একটা একটা করে শিশির ফোঁটা শ্বাস নেয়... সবুজ... স্বপ্নগুলো একলা একলা...

॥তোমার টেগোরের জন্য॥

----------------------------------------------- (সৌভিক) আমার ফ্ল্যাটের রুফ কনসার্টে আজ তোমার ফেবারিট রবীন্দ্র ইভ। তুমি তো বলতে বিশেষ এই দিনটা কবিপক্ষের সূচনা। তোমার কাছে রবীন্দ্রনাথ মানেই তো ছিল একটা অনন্ত ধাঁধাঁ। তোমার সাথে এই এতো বছরের সম্পর্কে ওই একজন মানুষের উপরেই তো আমার যত অভিমান, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটির ভালোবাসায় ভাগ বসালে ইনসিকিউর ফিল তো হবেই। আমার রকপ্রিয় দিন যাপনের গল্প তোমার জানা ছিল। ধারনাও ছিল আমার রোমান্টিসিজমের ছোটো খাটো একএকটা মুহুর্ত সম্পর্কে। তবু তুমি বলতে তার কিছু একটা এক্সফ্যাক্টর নাকি গোটা রক দুনিয়ার মাদকতার থিওরীকে ফেল করিয়ে দিতে পারে। চিরতরুণ কবি নাকি আমার চেয়েও অনেক বেশী রোমান্টিক, মেয়েদের ড্রিমপার্সন। নাকি ক্লিনসেভের আমলে ওরকম নজরকাড়া বিয়ার্ড টাই আকর্ষণের কারণ?তর্কটা আমার ববডিলান অার তোমার ব্র্যান্ড ঠাকুর মহাশয়ের মধ্যে থেমে থাকলে বোধহয় ভালো হতো। সেবারও রবীন্দ্রজয়ন্তীর দিন এরকমই বৃষ্টি হয়েছিল। তুমি নন্দনের সামনে অনেক্ষন অপেক্ষা করেছিলে, বলেছিলে আজ পরিচয় করিয়ে দেবে সেই মানুষটির সাথে যে নাকি প্রতিদিন তোমাকে নতুন ভাবে আমায় ভালোবাসতে শেখায়। কিন্তু ...

"মাতৃ দিবস"

-------------------------------------------------------------------------------- - রোহন আজকে "Mother's Day" । কলেজ থেকে এসে জড়িয়ে ধরলাম মাকে । মা রাতের খাওয়ারের জন‍্য কুঁটনো কুঁটছিল । ঐ আজকে মামারা আসবে তো তাই রাতে নিশ্চয়ই ভালো কিছু হবে । যাইহোক , মাকে জড়িয়ে বললাম " Happy Mother's Day" মা । মা বলল , " Mother's Day- টা কী রে বুম্বা ? " আমি বললাম , " Mother's Day হল গিয়ে সব মায়েদের দিন । " মা বলল , " ধুর পাগল , মায়েদের আবার কোনো বিশেষ , নির্দিষ্ট দিন হয় নাকি ! প্রত‍্যেকদিনই মাতৃ দিবস । মা - রাই তো দশমাস দশদিন গর্ভযন্ত্রণা সহ‍্য করে সন্তানদের​ পৃথিবীর আলো দেখায় । তাই তো সবকিছুতেই মাকে দরকার পড়ে। যা হাতমুখ ধুয়ে আয়। " আমি হাতমুখ ধুতে ধুতে ভাবছি সত‍্যিই তো প্রত‍্যেক দিনই তো কোথাও দিয়ে এসে মাকে খুঁজি , আমার সাথে কিছু হলেই মা জানি কীভাবে বুঝে যায় , যেন কোনো এক অদৃশ্য সুতোয় বাঁধা আমরা । সত্যিই​ প্রত‍্যেক দিনই​ মাতৃ দিবস আমার কাছে । "Love you মামণি"

মন খারাপের দিস্তা

----------------------------------------------------------------------------------------লগ্নজীতা সম্পর্কের ভাঙন তো কবেই হয়েছে তবু এখনও মন থেকে পুরোপুরি মুছে যাসনি রে কারোর fb profile এ ঢূকলেই থাকে taken by-_- আমিও চেয়েছিলাম এসব ভেবেছিলাম তোর সাথে dp দেব ভাবতাম এমন দিন নিশ্চয়ই আসবে যখন তোর আর আমার profile picture এক‌ই হবে দুজনের একসাথে ছবি দেব ভাবতাম তোর হাত ধরে পূজোয় ঘুরব ভেবেছিলাম তোর ভালো দিনে তোর ঐ হাসি দেখতে চেয়েছিলাম তেমনি খারাপ দিনে তোকে আগলে রাখতে চেয়েছি তোর হাত ধরেই বড়ো হতে চেয়েছি তোর বুকে মাথা রেখে হারাতে চেয়েছি তোর চোখের ঐ চাউনিতেই নিজেকে খুঁজে পেয়েছি    ভাবিনি সব কোনোদিন   কল্পনা হয়েই থেকে যাবে   নিজেকে তো পেয়েও পায়নি রে   তোকে ছাড়া আমি কিভাবে সম্পূর্ণ হ‌ই বলতো??

পাল্টে যাওয়া

------------------------------------------------------------------lagnajita তখন দিন ছিল আমাদের... তোর আমার সবার সামনে হাত ধরে ঘুরতাম খুব গর্ব করতাম তোকে নিয়ে কারণ জানতাম কখনও ছেড়ে যাবিনা আমাকে যত বড়ই মুশকিল আসত তোর হাত ধরেই পেরতাম তোর দিকে তাকিয়ে থাকাতেই সব সুখ পেতাম সবার আড়ালে গিয়ে হাতটা ধরতিস যখন মনে হত আমার চেয়ে বেশি ভাগ্যবান আর কেউ হতে পারে না সবাই আমাদের নিয়ে কথা বলত তূই থাকলে আমি থাকতাম আমাদের নিয়ে আলোচনা তখন তুঙ্গে সেটার‌ই নজর লাগল কিনা কে জানে না হলে তোর তো এরকম পাল্টে যাওয়ার কথা ছিল না রে

she

------------------------------------------------------nilanjan I saw my death in her opaquest eyes; She can ease my pain, with her words- Though I was waiting still in front of a venomous serpent To punish me, not my fate, covered with black velvet. A mighty raven of death, turned my neglected pages, As lips walk slowly down the cloudy shades of horror. Horizons, covered with the sickness of dark ages Tenderly kissed me, in front of a melancholic mirror. A wild rose, desolated, in the abyss of oblivion- Sings a song for a smoky heaven, with her eyes open wide. Her lustful, sick, icy lips kissed my cold, bibulous soul And assembled a palace awakened from the core of a garland, To lit a candle with her abandoned love- forgotten faces And to burn the mistry of a solitary scorll. But that was a cloud capping star Of a still-born sky, burned my spirit, alone From the storm; still darkness here in the dawn. Smokes of my burning are writing all day long, Beyond...

মেঘবালিকা

------------------------------------------------------------------জয়শ্রী রুপান্তর শব্দের সাথে বেঁচে আছে বাস্তবের কাঁচের পারোদ.. জগৎ হয়ে যায় তুচ্ছ যখন একজোড়া হাত এসে আগলে রাখে..আমাকে.. ভালো-মন্দ..বুঝিয়ে দেয় একনিমেষে...হাজারগুন শক্তি পেতাম বাবা যদি পদবির সাথে তুমিও থাকতে পাশে... যদি আগলে রাখতে সেইভাবে যেভাবে স্বপ্ন ছিল আমার..... স্বপ্ন যে সত‍্যি হয় না..সেটাও বুঝলাম ...এই কয়দিন আগে... বাইরের জগৎ নিয়ে লড়তে লড়তে এতদিন ভুলেই গিয়েছিলাম আমার গোড়া কথা দিয়ে... অদৃষ্টের থাপ্পর যখন পড়লো গালে..এক ঝটকায় পড়লো মনে....সেই জগৎ কি যেখানে বাস্তব নিজের পদবি আনে? সেই নিয়ম কি যেখানে লিঙ্গের ভেদাভেদ নিজের বাবাই টানে... সেই থাপ্পরের আওয়াজ কি যেটা তুচ্ছ করে সম্পর্ক আর মাঝে আনে অস্ত্র?? মানসিক আঘাত..... .নাহ!..আমি পাইনি আমার অসমাপ্ত গল্প থেকে.... আমি পেয়েছি তা আমার জন্মগত সম্পর্কের থেকে!! আমি ব‍্যাস্ত ছিলাম ..কবিতা লিখতে প্রেম নিয়ে.... কোথায় একটা হারিয়ে ফেলেছিলাম পুরাতন ব‍্যক্তিত্ত্বকে! ব‍্যাস্ত ছিলাম ধরতে অলীক সুখ... কবিতা লিখে মিটে যায়না জীবনের দুঃখ... লড়াই তো রোজ করি ঘরে-বাইরেতে.. আজ বুঝল...

ছেড়া পাতা-১

 রাতকে অনেকে ভয় পায় । কিন্তু আমার রাত ভীষণ পছন্দের । না না  প্রেম করার জন্য নয় ।  এই ধরুন গরমকালের রাতে ব‍্যালকনিতে বসে নিজের পছন্দের আইসক্রিম বা চকোলেট খেতে কিংবা লোডশেডিংয়ের রাতে মোমবাতির আলোয় পছন্দের একটি উপন্যাস পড়তে পড়তে রাত উপভোগ করা যায় ।  আবার ধরূন বৃষ্টির রাতে শুয়ে সান্ ডে সাসপেন্স শোনা এক অনন্য প্রেম , মুগ্ধতা ।।  সব রাতই যে খারাপ যাবে তা তো নয়। খানিকটা নিজের উপর নির্ভর করে। ভালো থাকার চাবিকাঠি তো আমাদেরই হাতে ।। ------------------------------------------------------------------------------------------------------------ রোহন

সমালোচনা

সিনেমা - অসমাপ্ত কাস্টিং-ব্রাত্য বসু,স্বস্তিকা মুখোপাধ্যায়,ঋত্বিক চক্রবর্তী,পাওলি দাম,পৌলমি দাস এবং প্রমুখ। পরিচালনা-সুমন মুখোপাধ্যায় রেটিং- 2.5/5  প্রেম-পরকীয়া-ঈর্ষা-লোভ-সৌন্দর্য্য ইত্যাদি নিয়ে ঘন্টা দুয়েক কেটে গেলো।পাহাড়ের গল্পগুলো অসমাপ্ত  রয়েই গেলো।ঋত্বিকের দাঁতে ব্যাথা থেকে পবন সিংয়ের কলকাতার গল্প  আর ব্রাত্যর  কোটেশানের ঝলকানি থেকে স্বস্তিকার পরকীয়া সবই এক একটা অবুজ ফ্রেম হয়ে থেকে গেলো।তার মধ্যে আবার নবতম সংযোজন পাওলি এবং তার ননদ। শীতের ভোরে  নায়কের আবির্ভাব।মানে ঋত্বিক ,তার দাঁতে ব্যাথা নিয়ে চলে এলো তার হারানো শৈশব খুঁজতে তাও আবার পনেরো বছর না দেখা হওয়া বন্ধুর বাড়িতে।ব্রাত্য বসুর অভিনয় নিয়ে কোনো কথা না বলাই ভালো।এবং আশা করি এই সিনেমায় ওনার অভিনয় নিয়ে কেউ কথা বলবে বলে তো আমার মনে হয় না।একজন ফ্রাস্টেটেড অধ্যক্ষ।প্রচন্ড রাগী এবং প্রাকটিক্যাল।যিনি নিজের দাম্পত্য জীবন নিয়ে খুবই পাঁকে পরে আছেন।অন্য দিকে স্বস্তিকা একজন দক্ষ অভিজ্ঞ অভিনেতার মত শুধু নিজের কাজটা করে গেছেন।ওনার একাধিক প্রেম এবং সেগুলো বড্ড জটিল।দর্শকের মাথার ওপর দিয়ে যাবে।তারপর হটাৎ পাওলি এব...

হিজিবিজি-১

------------------------------------------------------------------------------------অনুরাধা "আআআনন্দলোকে, মঙ্গলাআআলোকে, বিরাআজোও... সত্যসুন্দরো..." এটুকু শুনেই সত্য বাবু বাজারের ব্যাগ টা তুলে নিলেন। একটু সকাল সকাল না গেলে ছুটির দিনে মাংস পাওয়া মুশকিল। আজ রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে।  পঁচিশে বৈশাখ।গিন্নীর তলব, আজ একটু কচি পাঁঠার ঝোল রাঁধবেন। এমনিতে সত্যবাবু যে এই দিনটা ভুলে যান, তা নয়। আপিস শেষে মেয়ের গানের প্রোগ্রাম দেখতে যেতেন তখন। আর তার সপ্তাহ খানেক আগে থেকে পকেট টা হালকা হতে শুরু করতো। মেকআপ টেকআপ, নতুন শাড়ী ছাড়া কি স্টেজে ওঠা যায়। ছিঃ! কি বলবে লোকে। ঘোষ বাবু টা চামার একদম। সংস্কৃতির কিছুই বোঝেন না। এদিকে গানের অনুষ্ঠানে এ গিয়ে তো ত্রাহি মধুসূদন অবস্থা হতো সত্য বাবুর। নেহাৎ নিজের মেয়ে বলে প্রথম সারিতে বসে হাসি হাসি মুখ করে তাকিয়ে থাকতেন। ফেরার পথে বলতেন, "খুব ভাল হয়েছে মা, আর একটু রেওয়াজ করিস। আরও ভালো হবে। " রাতে কোনো রেস্তোরাঁয় খেয়ে সক্কলে পরমানন্দে বাড়ি ফিরতেন। আজ সেরকম কিছু নেই। মেয়েটা বড় হয়েছে। দুপুরে brunch এ বেরোবে। lunch টা যদিও বাড়িতে, late l...

Starlight

------------------------------------------------------------------------------------by NILANJAN A silent star, Burning, sparkling, All & only for you In the blossom, Of dark cold void reality- Yet blinded by the glad day of the sun's glory, You don't see her, Let alone love... Hence she remains heavenly with sheer futility! May be, you’ll think of her on some lonely night, When sweet sleep would've summoned other sentinel stars, Giving way to the cloistered moon, To hide deep... My love, if then you seek A star, that lived once for you, Beckon from the core of your heart- So she will shoot, Across your sky like a dart to wish upon her truth, Thus remain as that forever with you.

Epitome of holiness

An innocent life, passing through the garden of withered souls, Finds strength in the cold breathe of the tortured Moon. In the shadow of moonlight, emotions are crying for the silent fortune- And forget the abandoned screams of a hundred years; Solitude burns death, misery, a light of sickness with the deaf and dark truth. Drink all the nocturnal poisonous blood in the funeral of soothing moonlight. Frozen beliefs of some solitary chapel have frozen my blood; an unanswered horizon of fear have Possessed my soul when night shadows are mingled with my cries. Heaven treasured my darkened apathy with His broken dreams. Evil spirits are fading away in the cold, shivering, blithe showers. Death is near. So, lips are sick... ------------------------------------------------------------------------------------- by NILANJAN

ফিরে দেখা

-----------------------------------------------জয়শ্রী দেখা হবে নিশ্চয়ই দেখা হবে আমাদের 60 বছর বয়সে একদিন শীতের দুপুরে ফিরে যাব যৌবনে , কথার উপর কথা হতে হতে গল্পের ঊল বুনতে বুনতে পুরোনো গাট ছাড়িয়ে দেব । তোর হাতে থাকবে একটা ট্রে দুকাপ চা থাকবে , আমার হাতে থাকবে একটা সিগারেট , দুইজন দুইজনের খাতা বদলে নেব , তুই পড়বি আমার কবিতা আমি পড়বো তোর জালে বোনা গল্পগুলো , তারপর গোধুলিতে সূর্যের দিকে তাকিয়ে বছরগুলো গুনে নেবো । সেইদিন আর একবার বলিস জীবন কি ?? আমি ফিরে তাকাবো , ডুবে যাব কবিতার ভাষায় দিয়ে সন্ধ ‍ ্যার মুখে তোর চোখেরদিকে তাকিয়ে বলব , " সোজা ছিল না , পদে পদে হয়েছি বেরঙিন , তবে ভালোবাসায় হয়েছি বিলীন , শুধু দায়িত্ব নয় পুর্ন করেছি সম্পর্কগুলো , চল ফেরার সময় নতুন - পুরোনো মিশিয়ে আর একটা ক ‍ ্যানভাস আঁকি , সেখানে রং হবি তুই , আমি হব চিত্রপট , তুলি হবে বিশ্বাস ছবি হবে ভালোবাসা " ।

আমি সেই মেয়ে

                                                                                                        প্রাক্তন                                                                         -লগ্নজিতা পাল দিনের শেষে একটু ফোন করিস হ্যাঁ শুধু এটুকু চাহিদা আমার ছিল না বরং অনেকটাই বেশি চাইতাম তোর দিনটা কেমন গেল রে এটা জানা আমার নিত ‍ মিত কাজ ছিল কোথায় গেলি কি করলি জানতে চাইতাম ঠিক মনে হত এতে আমরা আরো কাছে আসছি ভাবতাম তোর খবর নিলে খুশিই হবি বু...