কথোপকথনঃ পর্ব ৩ - আদিত্য
কথোপকথনের তৃতীয় পর্বে আমাদের আলোচনার বিষয় বাংলা সিরিয়াল! অনেকেই হয়ত একটু মুখ বেঁকাবেন আবার
অনেকে সানন্দে গ্রহণও করবেন। আসলে আঁতেল বাঙালি প্রত্যেকদিন সন্ধ্যেবেলায়
একটু কাব্য খোঁজেন সঙ্গে সমাজের বিভিন্ন ক্রাইসিস। তাই তাঁদের ওসব এঁদো জিনিস চলে না। আবার ঠিক তখন আর একদল ভেতো বাঙালি বাংলা
সিরিয়ালে ডুবে যায়।
সেই নাম প্রকাশে অনিচ্ছুক অভিনেত্রী সোহাগের সঙ্গে কথা হল বাংলা সিরিয়াল নিয়ে এক
বৃষ্টি ভেজা সন্ধ্যেবেলায়।
প্রথমেই জানতে চাইলাম, ‘’বাংলা সিরিয়াল এত নারী কেন্দ্রিক কেন ? ’’ সোহাগ একটু হেসে বলল “ আসলে ব্যাপারটা সেরকম নয়! আমাদের দেখার দৃষ্টিটা ওইরকম হয়ে গেছে। তবে হ্যাঁ, মেয়েরা একটু
বেশি কল্পনাপ্রবণ, ভাবুক- হয়ত সেই জন্যই!’’
আমরা যদি বাংলা সিরিয়ালের সাপ্তাহিক টিআরপি দেখি, তাহলে কিন্তু ঘাবড়ে যেতে হবে। তখন মনে হবে, এত লোকে এই সিরিয়াল
দেখে! বিশেষত যারা সর্বক্ষণ বাংলা সিরিয়াল নিয়ে ব্যঙ্গ করে বেড়াচ্ছেন, তাঁরা কিন্তু বেশ আঘাত পাবে। তবে বাংলা সিরিয়ালের দর্শক কিন্তু বাংলার মা-মাসি-মানুষ! মানে বিশেষত চল্লিশ ঊর্ধ্ব মহিলারা। তবে অল্প বয়সী মেয়েরাও যে দেখে না, সেরকমও নয়। আবার কিছু পুরুষ মানুষও আছে যারা বাংলা সিরিয়ালের পোকা। শুধু তাই নয়, বেশ কিছু যুবকও
চুপিসারে বাংলা সিরিরাল দেখে। শুধু তাঁরা জনসমক্ষে বলতে ভয় পায়।
সোহাগকে জিজ্ঞাসা করলাম,’’ সিরিয়ালের প্লটগুলো এত অবাস্তব কেন ? ” সোহাগ নিজের পরিচিত ভঙ্গিতে বলল, “ যখন সিরিয়াল শুরু হয়, তখন ওখানেই লেখা থাকে- সব ঘটনা কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। ’’ একটু থেমে সোহাগ আরও বলল,’’ ওই যে প্রথমেই বললাম, আমাদের দেখার দৃষ্টিটা ওইরকম হয়ে গেছে। ’’
আমরা বুঝি বাংলা সিরিয়াল মানেই মেলোড্রামা! সংসারের ক্রাইসিস নিয়ে প্লট। শাশুড়ি এবং বৌমার তৃতীয় বিশ্বযুদ্ধ। মেকআপ এবং বেনারসি পরে রাতে ঘুমিয়ে
পড়া আবার সকালে ঠিক একই রকমভাবে ঘুম থেকে ওঠা। এইগুলো আমরা খেয়াল করি কিন্তু কেউই সিরিয়ালের শুরুতে ওই ট্যাগ লাইনটা খেয়াল করি
না- সব ঘটনা কাল্পনিক, এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।
সবশেষে সোহাগকে জিজ্ঞাসা করলাম,’’ আচ্ছা, তুমি তো সংসার সামলে অভিনয় করতে যাও। সেখানে গিয়েও আরও একটা সংসার সামলাও। বিরক্ত লাগে না ?’’সোহাগ হাসতে হাসতে বলল,’’ না! ওটাই তো আমার কাজ। একটা বাস্তব আর একটা কাল্পনিক। শুধু মেয়েরা কেন, ছেলেরাও কিন্তু হাতা- খুন্তি ধরে।’’ ফোনের ওপার থেকে শুধু হাসির শব্দ পেলাম, তখনও বাইরে বৃষ্টি পরছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন