জন্মগত কিছু সমস্যা বা সিনড্রোম
শিশু জন্মের পর এমন কিছু সমস্যার উদয় হয় যা সাধারণত chromosomal culture ছাড়া ধরা পড়ে না, সেসব রোগের সংক্ষিপ্ত কারণ ও উপসর্গ আজকের আলোচ্য বিষয় ।
1. Sickle cell anaemia- আমাদের লোহিত রক্তকনিকাতে দুই ধরনের হিমোগ্লোবিন থাকে, একটি হিমোগ্লোবিন A, অন্যটি হিমোগ্লোবিন S, এই A type হিমোগ্লোবিনগুলি S এ পরিবর্তিত হতে থাকলে লোহিত রক্তকণিকা বিকৃত হয়ে কাস্তে আকার ধারণ করে, হিমোগ্লোবিন কণা এই আকারে থাকতে পারেনা, বেরিয়ে যায় । রোগটি হল sickle cell anaemia ।
এই রোগ ধরা পড়লে অতি শীঘ্র স্টেম সেল ট্রিটমেন্ট করতে হবে ।
2. জুভেনাইল গ্লুকোমা- এটি হল সেক্স লিংকড chromosome বাহিত রোগ । বাচ্চার চোখ ক্রমাগত কঠিন আকার নিতে থাকে, humour কমতে থাকে । চোখের গুরুতর সমস্যা ।
চিকিৎসা- এক্ষেত্রে surgery ছাড়া সুগম পথ নেই। trabulectomy করা হয়, বা aqueous shunt device ব্যবহার করা হয় প্রয়োজন অনুযায়ী । বাচ্চার চোখের সমস্যা হতে শুরু করলে অবহেলা করবেন না ।
3. Hunter সিনড্রোম - মানসিক ভাবে স্বাভাবিক নয় , তবে দেখে বোঝা যায়, down syndrome এর মত জিভ টা জন্মের সময় থেকেই মুখের বাইরে বেরিয়ে থাকে । তবে পার্থক্য হল, সারা গায়ে অস্বাভাবিক চুলের প্রাচুর্যতা। এটা দেহকোষ গুলোতে অপরিমেয় mucopolysaccharide জমা হওয়ার কারণে হয় ।
চিকিৎসা- এই রোগ ধরা পড়লে অতি শীঘ্র enzyme রিপ্লেসমেন্ট থেরাপি করা হয়, যা অনেকাংশে বেশিমাত্রায় সফল ।
4. Mitral stenosis- এটি হল হৃদ কপটিকা এর , বিশেষত অর্ধচন্দ্রাকৃতি কপটিকা এর অস্বাভাবিকতা ।
valve রিপ্লেসমেন্ট করা হয় ।
5. গচার disease- এটি হল লিভার ও প্লীহায় লিপিড জমা হওয়ার কারণে ঘটিত রোগ । তাছাড়া মস্তিষ্ক ক্ষয় ।
চিকিৎসা- এক্ষেত্রেও enzyme রিপ্লেসমেন্ট করা হয় । তবে এ রোগ প্রাপ্তবয়স্ক অবস্থাতেও হতে পারে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন