স্টা র বা ক স্- ঐ শী ১৯৭১ এ সিটেলস্ পাইক প্লেস মার্কেট থেকে সারা পৃথিবী ঘুরতে ঘুরতে গত ২১ শে মার্চ কলকাতা। হ্যাঁ ঠিকঠাকই ধরেছেন,আমি স্টারবাকস্ -এর কথাই বলছি। বেশ কিছুদিন ধরে কলকাতায় উত্তেজনার পারদ চড়ছিল।ফাইনালি সব উত্তেজনার অবসান ঘটিয়ে কলকাতায় খুলে গেছে স্টারবাকস্-এর তিনটি আউটলেট।পার্ক ম্যানসন,সাউথ সিটি এবং অ্যাক্রোপলিস। ইন্স্টাগ্রাম প্রেমীদের কাছে এ এক এলাহি ব্যাপার।এতোদিন দিল্লি,চেন্নাই,মুম্বই এবং আরো বেশ কিছু বড় বড় শহরে স্টারবাকস্ থাকলেও, কলকাতার আমোদপ্রেমী মধ্যবিত্ত ঠিক কুল করে উঠতে পারছিলনা।অবশেষে #SturbucksInKolkata -সাকসেসফুল। ...