যাবার আগে শেষবার তুমি পেছন ফিরে
বলে গেলে "ভালো থেকো"
আমি অবুঝ শিশুর মত ছলছলে চোখে
চেয়ে রইলাম তোমার দিকে
তখন আমার গোটা পৃথিবী ঘোর বিষণ্ণতায়
আছন্ন আমার মন আমার শরীর
মনে হল চিনচিনে ব্যথা বুকের বাম দিকটায়
একাকিত্তের ভয়টা ক্রমশ নিবিড়
বড্ড দ্বিধায় পরে গেলাম ভালো থাকার প্রসঙ্গে
কথাটা তোমার নিছক প্রার্থনা নাকি আবেদন
ভালো কী আমায় থাকতেই হবে ? তবুও বললাম
তুমিও ভালো থেকো , ভালো রেখো তাকেও
আমার ক্লান্ত রাতের শেষ নিবেদন॥
-sovik
-sovik
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন