তারপর গুটি গুটি পায়ে
অনন্ত শব্দজালের দিকে হেঁটে চলা।
আগুন জ্বেলেছে, পথ কুড়ুনি আগুন।
মালায় ও ফুলে
বরণের আড়ম্বর সেজেছে।
গতিময় হাতের তালুতে,
খৈনী ডলে ডলে মৌতাত পোহাচ্ছে ভোর।
রাতের নেশা নিয়ে
কুকুরের দল-বল প্রহর গুনছে,
শুরু হবে পৃথিবীর অনন্ত উৎসব;
জীবন।
-souptik
-souptik
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন