#
চুল
মায়াবী অন্ধকার -মৃত্যুর মতো তার ছায়া
যেখানে আদর ঘন- সমুদ্র বনানীর হাওয়া।
#
চোখ
তাকালেই ভুল হয় আবেগ ও যুক্তিবাদী মনে;
প্রকাশ্য হাসি তার গভীরের অভিমান জানে।
#
আঙুল
ছুঁয়ে দিলে বোঝা যায়,কান্নায়-শীতে,
আছে কত ক্ষিদে জমা তোমার নিভৃতে।
#
নখ
পরশ পাক ঝঞ্ঝা এবং ক্ষোভে,
আদর যখন লুকিয়ে আছে দ্রোহে।
-souptik
-souptik
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন