একটা শিতকার
ভেঙে যাচ্ছে সহস্র বছরের নিয়ম
নিয়ামত তবু খুঁজে বেড়ায় ওর মিথ্যে অস্তিত্ব কে
কাফের হবার স্বপ্ন বা জন্নত কি ও জানেনা
তমসা ঘনিয়ে আসে কবরখানার মাঠটায়,নিয়ামতের ঘরে
গেড়ুয়া বিপ্লব নেমে আসে শহরে,
বারুদের গন্ধ এখনো টাটকা
নিয়ামত খুঁজে বেড়ায় ওর অস্তিত্ব কে
জীর্ণ কড়িকাঠে তাকিয়ে থাকে একদৃষ্টে
পঁচা লাশের দখল নিয়ে যুদ্ধ করছে দুটো হিংস্র শ্বাপদ
ভোরের আজানের এখনো ঘন্টা তিনেক বাকি,
চণ্ডীতলার ঘন্টারও,
নিয়ামত তবু খুঁজে চলে ওর অস্তিত্ব কে
গুনতির খেলা শুরু করে ও
কবরখানা আর শ্মশানের রেজিস্টার খাতায় মানুষের -বিলীন হওয়ার হিসাব গুনতে থাকে নিয়ামত
ঘুম আসে ওর ক্লান্ত চোখের পাতায়,ঘুমিয়ে পড়ে ও
স্বপ্নের দেশে মালকোশ মিশে যায় ভৈরবীতে,
নিজের অস্তিত্ব'র সামনে দাঁড়ায় নিয়ামত.- শমিত ঘোষ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন