----------------------------------------------------------------------------------------------------------------- সঞ্জয় ঘোষ কেয়া পাতার নৌকো ভাসে, ছোট্টো বোনের রাখির সাথে, অপেক্ষার নদী প্রবাহে বয় ভাইফোঁটা তার স্মৃতিতে রয়। কেয়া পাতার সেই নৌকো ভাসে, পদ্মা নদীর প্রবাহের সাথে, কাঁটাতাঁরের সেই সাজানো ফাঁকে, মাঝির ভাঁটিয়ালি গান বাজে। বঙ্গভঙ্গ হোক না যতই, এমন কাঁটাতাঁর তৈরি কতই, রাখিবন্ধন, ভাইফোঁটাতে এমন নৌকো ভাসবে ততই। কেয়া পাতার সেই নৌকো থামে পদ্মা নদীর ওপার গ্রামে, দাদার হাতে ঐ রাখি সাজে, শঙ্খের নিনাদ সারা বাংল...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন