অসময়ের সময় হয়েছে এখন,
অজুহাতের তীক্ষ্ণ বীজে গাঢ় অন্ধকার,
মেঘ ঘনিয়ে আসা রাতে নোনাজল থাকে বালিশ পাহাড়ায়।
তুমি নেই,চারপাশ নিশ্চুপ ।
বার বার ভেবেছি, কাছে এলে ফিরে যেতে নেই,
রয়ে যেতে হয়,
যেভাবে জুড়ে থাকে দিন আর রাত ;
ততবারই অভিমান ভেঙেছে স্পর্ধা,
কথাদের ছেঁড়া জালে আটকেছে বোবা প্রেম ।
এ অসময়ই তো তীব্র উল্লাসের,
আচমকাই এখন সিক্ত হওয়া,
যা কিছু ঝাপসা,এ সময়ই স্পষ্ট হওয়ার,
এখন বিষন্ন মনে উন্মত্ততার পাথর জমেছে,
প্রতিটি মৃদু হাসিতে।
আরো তো কত কিছুই লুকোনো ছিল চোখের পাতায়,
একঘেঁয়ে ক্লান্ত অপেক্ষাও তো ছিল ঠোঁটের ভাঁজে,
তবু বারান্দা এখন একা রোদ পোহায়,
মন বোঝে পাশে থাকার ঝক্কি,
ভালোবাসাটা তবে যত্ন করে ভুলে থাকি,
সাজানো অবহেলাটাই কাছে পাওয়ার একমাত্র সত্যি.....।।।।
-arunima
-arunima
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন