সামঞ্জস্য
-পার্থ ঘোষ-
পঁয়ত্রিশ পেরনো তাপসীর
দুঃখ তার জীবনে এখনো বিয়ের ফুল ফোটার সময়
হল না। তাপসীর বন্ধুরা আজ ঘোর সংসারী ।
তাপসী নিজের সংসার কাকে বলে জানতেই পারল না। তার জন্য আসা বিয়ের সম্বন্ধ গুলোর সমাপ্তি
ঘোষিত হয় মিষ্টির থালাতেই।
বাজারের মধ্যে ইতস্ততঃ
ছড়িয়ে থাকা বিক্রি না হওয়া সরস্বতী ঠাকুরের মৃন্ময়ী মূর্ত্তিগুলো যেন তাপসীর মতই শোকস্তব্ধ । এবারের পূজোয় তারা বিক্রী হয়নি। এক বুক হতাশা নিয়ে তারা শৈল্পিক ভঙ্গিতে
দণ্ডায়মান। তাদের দুঃখ তাপসীকে নাড়া দেয়। তাপসী কষ্ট ভাগ করে ।
=====
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন