তবুও...
--–------–---------–----------
আদরে তোমায় চাইনি কখনো
অনাদরে তুমি থাকো।
মুঠোভরা আলো দিলাম তোমায়
সেটুকু কাছেতে রাখো।
আর কিছুতো দিতেই পারিনি
নিয়ে গেছি কর গুনে
সেসব তো আর কেউ জানে না
আমার আঙুল জানে।
হাত ধরে শুধু বৃষ্টি দেখেছি
ভিজেছি কয়েকবার
এসব কথা মনেই থাকে না,
মনে নেই কারো আর।
মনে রেখেছে কেবল আকাশ
বৃষ্টি ঝরালো কত!
ধূলিকণা হয়ে বেঁচে আছে তারা
লুকিয়ে বুকের ক্ষত।
আদর শুধুই বাঁধার শিকল
দুঃখ রাশি রাশি
অনাদরেই মুক্তি দিলাম-
তবুও ভালোবাসি।
sarbojit
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন