--------------------------------------------------------------------------------------চয়ন পন্ডা মহাপাত্র
একটু জায়গা হবে?
হেলান দিয়ে বসতাম!
কোন সিংহাসন সদৃশ অাসনে নয়, ছায়াযুক্ত বৃক্ষের তলায় হলেও চলবে!
একটু শ্রান্তি হবে?
ক্লান্তিটাকে বিসর্জন দিয়ে খুঁজতাম একটু সুখের পরশ।
কোন রাজপ্রাসাদ সমতুল্য প্রাসাদ নয়, ছোট্ট একটা হাওয়াভরা কুটির হলেই চলবে!
একটু ভালবাসা হবে?
মায়ার বাঁধনে বেঁধে মুক্ত করব নিজেকে।
সাগর সমান নয়। এক ফোঁটা হলেই চলবে!
স্বার্থপর পৃথিবীর খেলায় অামি বড্ড ক্লান্ত, ভালবাসাহীন!
কেউ বলেনা- কেমন অাছি!!!
একটু জায়গা হবে?
হেলান দিয়ে বসতাম!
কোন সিংহাসন সদৃশ অাসনে নয়, ছায়াযুক্ত বৃক্ষের তলায় হলেও চলবে!
একটু শ্রান্তি হবে?
ক্লান্তিটাকে বিসর্জন দিয়ে খুঁজতাম একটু সুখের পরশ।
কোন রাজপ্রাসাদ সমতুল্য প্রাসাদ নয়, ছোট্ট একটা হাওয়াভরা কুটির হলেই চলবে!
একটু ভালবাসা হবে?
মায়ার বাঁধনে বেঁধে মুক্ত করব নিজেকে।
সাগর সমান নয়। এক ফোঁটা হলেই চলবে!
স্বার্থপর পৃথিবীর খেলায় অামি বড্ড ক্লান্ত, ভালবাসাহীন!
কেউ বলেনা- কেমন অাছি!!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন