বিগত ৭ই ডিসেম্বর বিকেলে নৈহাটী নয়াবাজার অঞ্চলে আদাব নাটকের পথনাটিকা শো পুলিশ প্রশাসন বন্ধ করে দিল......ঘটনাক্রমের বিবরণ নিচে ----
বিকেল 5 টা নাগাদ মৌলবাদ ও ফ্যাসীবাদ বিরোধী একটি নাগরিক ভ্রাম্যমাণ প্রচার উদ্যোগ নয়াবাজার মোড়ে পৌঁছায়। সামাজিক ঐক্য বজায় রাখার বার্তা নিয়ে দুটি সংক্ষিপ্ত বক্তব্যের পর আদাব নাটকটি চলাকালীন পুলিশের একটি RT VAN নয়াবাজারে মোড়ে এসে দাঁড়ায় এবং নাটক দেখতে গোল হয়ে জড়ো হয়ে থাকা স্থানীয় কিছু মানুষের জমায়েত দেখিয়ে প্রশ্ন করে এই প্রোগ্রামের অনুমতি কোথায় ??? এবং তৎক্ষণাৎ নাটক বন্ধ করে দেওয়া হয়।
আমরা বলি যে অনুমতি তো প্রয়োজনীয় নয়, স্রেফ ইন্টিমেট করাটাই দস্তুর।
তখন বলা হয় যে আপনাদের ইন্টিমেশন কোথায় ??
আমরা দ্ব্যর্থহীন ভাবে জানাই যে আমাদের দু-দুবার থানায় বসিয়ে অপেক্ষা করানোর পরও চিঠি রিসিভ করা হয়নি। তথাপি আমরা মৌখিকভাবে জানিয়ে এসেছি।
প্রত্যুত্তরে তারা জানায় যে পুলিশের অনেক কাজ -- আমাদের কাজ করার জন্য তারা বসে নেই। আমরা কেন আবারও থানায় গেলাম না ?? এবং নয়াবাজার ফাঁড়ির বড়বাবু কে ফোনে যোগাযোগ করা হলে তিনি পত্রপাঠ শো বন্ধ করে হাজিনগর অঞ্চলে কোথাও এই ক্যাম্পেন বা শো করা যাবে না বলে জানিয়ে দেন। এর ফলে নাকি উত্তেজনা তৈরি হতে পারে।
যাবতীয় কর্মসৃচী স্থগিত করে দেওয়ারপরে একটি সাদা কাগজে উপস্থিত পুলিশ আধিকারিক আমাদের নাম ও ফোন নম্বর টুকে নিয়ে পরবর্তীতে থানায় যোগাযোগ করার কথা বলেন।
প্রশ্ন হল, গণতান্ত্রিকভাবে বক্তব্য রাখার ক্ষেত্রে কি প্রশাসনের অনুমতির অপেক্ষায় বসে থাকতে হবে নাগরিকদের ???
সাধারণ নাগরিকদের মতপ্রকাশ করতে গেলে প্রশাসনের দরজায় দরজায় কড়া নেড়ে ঘুরতে হবে ????
সংবিধান কি দেশের মানুষকে তার অধিকার ভিক্ষা হিসেবে দেয় না অধিকার হিসেবে দেয় ???
আর পথনাটকের জন্য প্রশাসনের অনুমতি লাগলে জবাব দিতে তো হবেই যে এটা কি বাদল সরকারের বাংলা ?? এটা কি সফদর হাসমির দেশ ??
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন