-------------------------------------------------------------------------------------------------------------------© Kritee Roy
ধরে নাও সদ্য একুশ তুমি,
আমি ঠিক অষ্টাদশী গামী।
তোমার ওই প্রথম প্রেমে পড়ার
ধরে নাও তোমার হাতটা ধরে,
ফাগুনও দিব্বি কেটে গেলো...
চাকরির প্রথম খবর পেয়েও
ডায়ালে খুঁজছো আমায়,"হ্যালো..."
ধরে নাও অনেক দূরের পাহাড়,
সূর্য আঁকছে প্রথম ফোঁটা...
আমরাও আলগোছে ঘুম ভেঙে
দেখছি পরস্পরের ওঠা...
ধরে নাও এক চাদরেই দু'জন।
অপেক্ষা শুধুই সন্ধ্যে নামার...
ভেজা এক উইন্ডো গ্লাসে তুমি,
আঙুলে নাম লিখেছো আমার...
শখেদের বাজেট খুবই লো!...
খড়কুটো, মার্কেটপ্রাইজ হাই।
তবুও বাবুই পাখির দেশে,
একফালি ঘর বাঁধতে চাই...
যেখানে অথৈ রঙের খুশি
সারাচ্ছে দিনান্তে সব ক্ষত...
সময় কি তেমন সুযোগ দেবে!?
খানিকটা পিছিয়ে যাওয়ার মত?
তেমন এক যৌথ বাঁচি চলো,
ঝেড়ে ফেলে ব্যর্থতাদের ছাই...
যে ঘরে এফএম জুড়ে সুমন
অঝোরে গায় "তোমাকে চাই"...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন