॥ভয়॥
বর্ষার
অজুহাতে কাগজের নৌকা ডুবে যাওয়া দেখে ভয় পাই না,পেচ্ছাপের অ্যাসিড গন্ধে মাকড়সার জাল ছেড়ে পালানো দেখে ভয় পাই না,মারিজুয়ানার মাদক নেশায় মাথার নীল শিরা ফুলে উঠলেও ভয় পাই না,বেশ্যালয়ে আদমরুপী নারায়ণের একটা শরীরের উপর দাম দরাদরি দেখে ভয় পাই না,প্রতিরাতে ঠোঁট আর দোয়াতের কালিকে বিনা পারমিশনে রং ইন্টারচেঞ্জ করতে দেখেও ভয় পাইনি কখনো,ফুটপাথে শুকনো পেট আর অন্তরাত্মার কান্না শুনে ভয় পাই না,পাপের সাথে চর্মযুদ্ধে ক্লান্ত কিশোরীর উরুর মাঝে চাপ চাপ রক্ত দেখে ভয় পাই না, এমনকি মৃত্যু ভয়ও নেই.....তবে কেন জানি না ভীষণ ভয় পাই শুধু মেঘলা দিনে একগোছা হলুদ ড্যাফোডিল নিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকা প্রেম দেখে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন