--------------------------------------------------------------------------------------------------------------------------চয়ন পন্ডা মহাপাত্র
আমার এ চোখ অবরোধ ডেকেছে,
এক মুঠো কান্না চাই ভিক্ষা,
অন্তরালে পাথুরে বুক বিগলিত হয়ে-
গড়ে তুলেছে বহমান তীব্র স্রোতধারা...
দৃষ্টি গোচর করো অন্তরাত্মার,
নয় চামড়ার কোন চোখে,
দেখবে জমাট বাঁধা লাল ধারা,
ইচ্ছে হলেই গ্লানি ধুয়ে নিও তাতে...
মৃত্যু অনেক বরণ করেছি আমি,
মরতে পারিনি আজো,
বারবার তুমি খুনি হয়েছ,
যতবার রক্ত সিঁদুরে নিজেকে সাজিয়েছ...
রক্তের স্রোত অশ্রুর নোনা স্বাদে,
অঞ্জলি আমি অনেক দিয়েছি তোমার দুটি পায়ে,
তুমি ঠেলে দিয়েছ তারে দূরে বারেবারে,
অথচ তুমিই চেয়েছ আমায়,
পূজারী করে তোমার মনঃমন্দিরের দ্বারে...
দেবী তোমায় তখনও মেনেছি,
এখনো ভাবি যত করে,
তুমি কি তবে পূজারী ভুলে,
অন্য দেবের সন্ধান নিলে খুঁজে...
নারী তুমি,
কর্তার সঙ্গ নিশ্চিত মানি মেলে,
পূজারী আমি, পাপী জানি,
তবু এমন একনিষ্ঠ ভক্ত আর কোথায় কী পাবে...?
জেনে রেখো তুমি পাছে,
ভালোবাসা পেতে আগে,
ধর্মের আসনে বসাতে হয় তাকে,
সর্বস্ব সমর্পণ করে বিশ্বাসে...!!!
Opurbo likhecho
উত্তরমুছুন