সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

2020 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নীল নির্জনে এনা সাহা

 ছুটি কাটাতে এনা সাহা এখন দুবাইতে। রোদ মাখা এই ডিসেম্বরে তিনি ছড়িয়ে দিয়েছেন উষ্ণতা। তিনি এখন শুধুমাত্র অভিনেত্রী নয়, প্রযোজকও। সম্প্রতি তাঁর ছবি, ' এসওএস কলকাতা'-এর সাফাল্যের পরে নাকি আরও চমক আসতে চলেছে! যদিও সেই বিষয়ে তিনি কিছু খোলসা করেননি। তবে তাঁর দুবাই ঘোরার ছবি এখন আটপৌরের হাতে, দেখে নিন সেই ছবি। ফুরফুরে মেজাজে অভিনেত্রী এনা সাহা।  অপরূপ রূপে ধরা দিলেন এনা সাহা।  লাস্যময়ী এনা সাহা দুবাইয়ের জলে রোদ ছড়াচ্ছেন। তাঁর রূপের আভা ছড়িয়ে পড়েছে দুবাইয়ের জলে।  তিনি সর্বদা সাহসী, আর সেই সাহসের জোড়েই তিনি আজ বাংলা ইন্ড্রাস্টির অন্যতম মুখ।  ( ছবি- সংগৃহীত) 

আসতে চলেছে 'প্রতিদ্বন্দ্বী'

 পরিচালক সপ্তাশ্ব বসুর দ্বিতীয় ছবি 'প্রতিদ্বন্দ্বী'-এর ট্রেলর লঞ্চ হয়ে গেল। তাঁর প্রথম ছবি ' নেটওয়ার্ক' এর সাফল্যের পরে দ্বিতীয় ছবিও নিয়েও ইতিমধ্যেই বেশ আলোচনা শুরু হয়ে গিয়েছে। আগামী বছর ১ জানুয়ারী মুক্তি পেতে চলেছে এই ছবিটি। সম্পূর্ণ একটি ডার্ক থ্রিলার! এই ছবির প্রতিটি মুহূর্তে রয়েছে একটি চেনা গল্পের অচেনা ছবি। পরিচালক আটপৌরেকে জানিয়েছেন যে, '' ছবির কোয়ালিটি খুব ভাল। আমার এক্সপেকটেশন খুব বেশি। তবে একটাই ভয় যে কোভিড পরবর্তী সময়ে কত লোক হলে এসে সিনেমা দেখবে। কিন্তু তাই বলে আমি আমার ছবি কখনই ওটিটি প্ল্যাটফর্মে দেবো না।" এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, সায়নী ঘোষ, মাহি কর, রিনি ঘোষ, খান ফায়জ প্রমুখ। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে কলকাতার সিনেমার হল বন্ধ কেন এই নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন যে, '' কলকাতার অনেক সিনেমা হল বন্ধ, কেন? কেন দর্শক আসনের মাঝে ক্রস কেন? অথচ রেস্টুরেন্টে কোনও সোশ্যাল ডিস্ট্যান্সিং নেই! এটা কেন হবে?"  এই সিনেমায় ভিলেন-এর চরিত্রে অভিনয় করেছেন খান ফায়জ। তিনি আটপৌরেকে জানিয়েছে যে, '...

আটপৌরের মুখোমুখি মডেল-অভিনেত্রী প্রিয়াঙ্কা রায় কুন্ডু

 ছোট থেকেই তাঁর গানের প্রতি ঝোঁক। ইচ্ছে ছিল একদিন গান নিয়েই তিনি এগিয়ে যাবেন। কিন্তু ভাগ্য তাঁর জন্য অন্যকিছু ঠিক করে রেখেছিল। আজ তিনি জনপ্রিয় মডেল অভিনেত্রী। তিনি প্রিয়াঙ্কা রায় কুন্ডু। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি 'সুইজারল্যান্ড'। সেখানে তিনি একটি ট্রাভেল এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। জিৎ ফ্লিম ওয়ার্কসের ছবি 'সুইজরাল্যান্ড'-এ প্রধান চরিত্রে রয়েছেন আবীর চট্টোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র। প্রথমেই জিজ্ঞাসা করলাম,"জীবনের প্রথম সিনেমা এত বড় ব্যানারে, ভেবেছিলেন?" প্রিয়াঙ্কা হাসতে হাসতে বললেন, "না ভাবিনি। আসলে আমার জীবনে সবকিছুই কেমন ঘটে গেছে।" আবারও জিজ্ঞাসা করলাম, " কিন্তু চরিত্রটা তো ছোট। সেই নিয়ে কি মনখারাপ আছে?" তিনি বললেন, " একদম নয়। জীবনে তো সবকিছুই তো ছোট থেকেই শুরু করতে হয়।আমি এখন অভিনয় নিয়ে বড্ড ফোকাস"। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অন্যতম পরিচিত মুখ কিন্তু প্রিয়াঙ্কা রায় কুন্ডু। যদিও এটাও নাকি ঘটনাবশত হয়ে গেছে। অন্তত মডেল অভিনেত্রী তাই জানিয়েছেন। তাঁর কথায়, " মডেলিংটাকেও যে কেরিয়ার হিসেবে নেবো তেমন কোনও প্ল্যান ছিল ন...

'প্রেরণা স্ট্রীট ইডারলি কেয়ার'

 'প্রেরণা স্ট্রীট ইডারলি কেয়ার', একটি সংগঠন যারা কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী  জেলাগুলোতে বিগত ২০১৬ সাল থেকে সমাজের একটি স্তরের মানুষের জন্য কাজ করে চলেছে। বিশেষত যারা বয়স্ক তাঁদের জন্য এই সংঠগন তাঁদের সাধ্যমতো সবটুকু করার চেষ্টা করছে এবং আগামীদিনেও তাঁরা এই কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন।  সমাজের একটি স্তরের মানুষ এখন অপুষ্টির শিকার। এখনও তাঁরা একবেলা খেয়ে দিন কাটান। কিংবা অনেক পরিবারের বয়স্কদের তাঁদের পরিবার দেখেন না এমনও মানুষদের পাশে দাঁড়িয়েছে স্ট্রীট ইডারলি। তাঁদের খাবার দেওয়া, শীতকালে তাঁদের গরম জামাকাপড় দেওয়া কিংবা এই কোভিড পরিস্থিতিতে তাঁদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন।  যদিও কলকাতার বুকে এহেন সংগঠন প্রচুর, তবুও প্রতিটি সংগঠন তাঁদের সাধ্যমতো চেষ্টা করছে এবং এই চেষ্টাটাই এই বিংশ শতাব্দীতে খুব দরকারী।  এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন  অনসূয়া মন্ডল ,ডক্টর তনিমা মন্ডল, পূর্ণিমা মন্ডল, লিটন শোরেন, এমিলি মন্ডল, অসীমা বোস, বর্ণালী নাগ চৌধুরী, ডক্টর পার্থ সারথী পাল , শ্রীজিতা চক্রবর্তী, অনসূয়া সেনগুপ প্রমুখ। এই সংগঠন প্রতি বছর বিশ্ব বয়স্ক দিবসে...

ফেলুদা ফেরতে নীলিমা দেবীর চরিত্রে দেখা যাবে পৌলমীকে

 ফেলুদা ফেরত! হ্যাঁ সমস্ত বাঙালির প্রিয় চরিত্র যখন আবার সিলভার স্ক্রিনে, তখন কি অপেক্ষা করা আর সম্ভব হয়? তাও আবার সৃজিত মুখোপাধ্যায় হাত ধরে। গল্প তো জমে ক্ষীর। ছিন্নমস্তার অভিশাপ নিয়ে তৈরি হয়েছে ফেলুদা ফেরত। যদিও সব ঠিক থাকলে মানে এই কোভিড পরিস্থিতি না থাকলে এতদিনে বাঙালি ফেলুদা ফেরতের স্বাদ পেয়ে যেত কিন্তু এই অপেক্ষা বাঙালির স্বাদটাকে আরও বাড়িয়ে দিয়েছে। শুধু দর্শকই নয়, অভিনেত্রী পৌলমী দাসও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কী বুঝলেন না তো? ভেঙে বলি। ফেলুদা ফেরতে নীলিমার চরিত্রে অভিনয় করেছেন পৌলমী দাস। গতবছরের শেষের দিকেই এই সিনেমার শুটিং প্রায় শেষই হয়ে গিয়েছিল কিন্তু কোভিদের জন্য সবটাই পিছিয়ে গেল। তবে কথায় আছে, যা হয় ভালর জন্যই হয়। এবার দেখার এই সিনেমা কি বাঙালির মনে নতুন ফেলুদা অর্থাৎ টোটা রায়চৌধুরীকে রেখে দিতে পারবে? যদিও সময়ই হয়ত তার উত্তর দেবে। তবে এই সিনেমা নিয়ে কিন্তু বেশ আশাবাদী অভিনেত্রী পৌলমী দাস। জিজ্ঞাসা করলাম, '' সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা কেমন?" তিনি জানালেন যে," বেশ ভাল। উনি কাজের প্রতি বড্ড একাত্ম। খুব মনযোগ দিয়ে কাজ করেন। আর আমি এই সিনেমা...

আমি ফেমাস হতে আসেনি : দেবালয় ভট্টাচার্য্য

 দেবালয় ভট্টাচার্য্য থেকে স্যার দেবালয় ভট্টাচার্য্য হওয়ার জার্নিটা কিন্তু বেশ কঠিন। শুধু কঠিন বললে বলা ভুল হবে, একটা মাইলস্টোন ছুঁয়ে ফেলা যে কতটা কঠিন হতে পারে সেটা যিনি পেরেছেন, তিনিই জানেন।  একটা ছোট্ট ঘটনা বলি, গত পরশু গঙ্গার ধারে আমরা কয়েকজন বসে আড্ডা দিতে দিতে একজন বলল, ' 'আজ একটা দারুন গান শুনেছি। তোদেরও শোনায়।'' গানটির নাম ' শুভ রাত্রি প্রিয়তমা'। সম্প্রতি ' ড্রাকুলা স্যার' সিনেমায় এই গানটি ব্যবহৃত হয়েছে।  যদিও আমি আগেই শুনেছিলাম তবে বন্ধুদের সঙ্গে শোনার মজা আলাদা। তবে শুধু আলাদাই নয়, এই গানের প্রতিটা কথা, প্রতিটা লাইনের সঙ্গে নিজেকে একাত্ম করে দিতে দিতে যেন কোথায় একটা হারিয়ে গেলাম। একজন তো গানটা শুনতে শুনতে কেঁদেই ফেলল। আর একজন অতি উৎসাহে বলল, '' ভাই সিনেমাটা দেখতে যাবি? গানটা কিন্তু হেব্বি করেছে।'' এই সময়ে দাঁড়িয়ে ঠিক কতজন দর্শক বাংলা সিনেমার গান শুনে সেই সিনেমা দেখতে গিয়েছে, এমনটি কি এই ঘোর কলিযুগে ঘটেছে? না না, একদম মজা করছি না। সত্যি বলছি। এমনটা বহুকাল আগে হত, এখন খুব একটা কিন্তু হয় না। একটা গানের কথা শুনে দর্শক হলে গিয়ে সিনেমা...

অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় তাঁর কেরিয়ারের প্রতিটা মোড়ে চ্যালেঞ্জ নিতে ভালবাসেন

 অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় তাঁর কেরিয়ারের প্রতিটা মোড়ে চ্যালেঞ্জ নিতে ভালবাসেন, শুধু ভালই ভালবাসেন না সেই সঙ্গে সেই চ্যালেঞ্জকে সফল করে পোঁছে যান আরও উঁচু শিখরে। সেই 'চরিত্রহীন'-এর কিরণময়ী একের পর এক শিখর ছুঁতে ছুঁতে বিন্দুমাত্র ক্লান্ত হয়ে পড়েননি, ছুটে চলেছেন নিজের গতিতে।    এই বছর শেষেই আসতে চলেছে 'ডেনজেরাস'! রাম গোপাল ভার্মা প্রযোজিত এবং পরিচালিত এই সিনেমার পোস্টার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ঝড় তুলেছে। আপনি ভাবতেই পারেন, পোস্টার কি করে ঝড় তুলবে? আসল ব্যাপারটা হল পোস্টারতে একটি কথা লেখা আছে, ' ভারতের প্রথম লেসবিয়ান ক্রাইম একশন ফ্লিম!' থমক লাগল? লাগারই কথা কারণ রাম গোপাল ভার্মা সবসময় একটু আলাদা, তিনি ইউনিক। তাঁর ছবি কথা বলে। আর তার চেয়েও বড় কথা হল সাহসী নয়না গঙ্গোপাধ্যায় কিন্তু সবসময় চ্যালেঞ্জ নিতে ভালবাসেন। এর আগেও তো ' জোহর' কিংবা ' ভাঙ্গাবেটি' কিংবা ' বিউটিফুল' অথবা ' চরিত্রহীন ১ এবং ২' সবকটি চরিত্রেই তিনি ঝড় তুলেছেন। অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন এবং সবর্পরি দর্শকদের মনে স্থান করে নিয়েছেন। অভিনেত্রী জানালেন," প্রথমে ভেবে...

SOS KOLKATA: এবার পুজোয় নতুন চমক

  সব বাঙালি এখন পুজোয় প্রতীক্ষায় দিন গুনছে। আর বাঙালির পুজো মানেই তো নতুন জামাকাপড়, হরেক রকমের খাওয়াদাওয়া, এদিক ওদিক ঘুরতে যাওয়া আর নতুন সিনেমা! হ্যাঁ ঠিক পুজোর আগে কিংবা পুজোর বাঙালি নতুন সিনেমা দেখবে না সেটা কি হয়? বাঙালির পুজো রিলিজ একটা আলাদা সেন্টিমেন্ট। আর সেই সেন্টিমেন্টের ঢাকে কাঠি পড়বে 'SOS কলকাতা'কে দিয়ে।  ইতিমধ্যে এই সিনেমার ট্রেলর এসে পড়েছে এবং সেই ট্রেলর দেখে সিনেমাপ্রেমী বাঙালি বেশ মুগ্ধ এবং অধীর আগ্রহে অপেক্ষা করছে ১৭ই অক্টোবরের জন্য। কারণ ১৭ই অক্টোবর রিলিজ করতে চলেছে এসওএস কলকাতা। এই এলোমেলো পরিস্থিতির মধ্যে রিলিজ করলেও এই সিনেমার প্রযোজক এবং অভিনেত্রী এনা সাহা কিন্তু সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। কোভিড সময়ে সমস্ত নিয়ম মেনে এই সিনেমার শুটিং হয়েছে এবং সেই একই নিয়ম মেনে এবার দর্শকদের সামনে আসতে চলেছে এসওএস কলকাতা।  যদিও এই সিনেমার প্ল্যানিং হয়ে গিয়েছিল বেশ অনেক আগেই কিন্তু কোভিডদের জন্য সেটা বাস্তবায়িত হতে কিছুটা সময় লেগে গেলো। যদিও সেই নিয়ে কুছ পরোয়া নেহি। আসল হল কন্টেন্ট! আর সেই কন্টেন্ট-এর চিহ্ন ইতিমধ্যেই ট্রেলর এবং সিনেমার গানে দেখা গিয়েছে।  সিনেমার বি...

অভিনেতা অমিতাভ এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণিতে রাঘবেন্দ্রের চরিত্রে অভিনয় করছেন।

 অভিনেতা অমিতাভ দাস একটা সুন্দর অভিজ্ঞতার কথা জানালেন। তিনি বললেন, " যখন কোনও চরিত্রের সঙ্গে নিজের মনের কথা মিলে যায়, তখন সেটা অভিনয় কম, বাস্তব বেশি হয়ে উঠে।" মেথড অভিনয় তো সেই কথায় বলে। আর অভিনয় তো বাস্তবকেই তুলে ধরে। ব্যাপারটা আসলে দুই দুইয়ে চার।  অভিনেতা অমিতাভ এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণিতে রাঘবেন্দ্রের চরিত্রে অভিনয় করছেন। আর অভিনয় করতে করতে তিনি তাঁর মনের কথাগুলো সেই চরিত্রের মধ্যে দিয়ে তুলে ধরছেন। সেই সময়ের কথা, ইতিহাসের খুঁটিনাটি, বিধবাবিবাহ প্রচলন এবং তার পরিবর্তী সময়ে সমাজের সঙ্গে সংঘাত কথা এবং অতঃপর একটা স্বচ্ছ ভাবমূর্তি তথা সমাজের জন্য কিছু করার প্রচেষ্টা।  অমিতাভ দাস কিন্তু আদতে একজন খুব সচেতন মানুষ। শুধু সচেতন নয়, তিনি এই সমাজের প্রতি দায়বদ্ধও বটে। কোনওরকম নেগেটিভিটি তার ধারেকাছে ঘেঁষতেও পারে না। জিজ্ঞাসা করলাম, "রানী রাসমণি নিয়ে তো প্রচুর ট্রোল হয়।" তিনি হাসতে হাসতে বললেন,"ভাল তো। হোক না। ক্ষতি কী? সবকিছুতেই কিছু না কিছু পজিটিভ ব্যাপার থাকে। তবে সেই ট্রোলে কাউকে ব্যক্তিগত আক্রমণ না করলেই হল।"  অভিনেতা অমিতাভ আরও বললেন যে...

আসতে চলেছে ফাটাফাটি

  ফাটাফাটি'! বক্স অফিস নিশ্চয় আবার হাউসফুল হয়ে যাবে। নিশ্চয় নয় হবেই। আসলে শিবপ্রসাদ আর নন্দিতা মুখোপাধ্যায় পরবর্তী ছবি আসতে চলেছে আগামী বছর। ছবির নাম 'ফাটাফাটি'। ২০২১ সালে 'ইন্টারন্যাশনাল ওমেনস ডে'-এর দিন মুক্তি পেতে চলছে ছবিটি। বডি সেমিং নিয়ে তৈরি হয়েছে এই সিনেমার প্লট। বিগত দু'বছর অর্থাৎ ২০১৮ এবং ২০১৯ সালেও ঠিক ইন্টারন্যাশনাল ওমেনস ডে'-এর দিন মুক্তি পেয়েছিল মুখার্জীদার বউ এবং ব্রহ্মা জানেন গোপন কম্মটি। দুটি ছবিই একদম ওভার বাউন্ডারি হাঁকিয়েছিল। সেই ট্রাক রেকর্ড ধরে বলতে গেলে আগামী বছর হ্যাট্রিক হতে চলেছে।  শিবপ্রসাদ এবং নন্দিতা জুটি বাংলা সিনেমার মাইলস্টোন। বাংলা সিনেমার পট পরিবর্তনে তাঁদের জুড়ি মেলা ভার। একের পর সফল ছবি। শুধু সফল ছবিই নয়, মনে দাগ কেটে যাওয়া পটভূমিকা। আর সেই পটভূমিকায় এবার সংযোজন হতে চলেছে আরও একটি ছবি ফাটাফাটি। একটি 'প্লাস সাইজ মডেল'-এর গল্প। বডি সেমিং এর গল্প।  সিনেমাটি পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায় এবং লিখেছেন জিনিয়া সেন। সিনেমার ডায়লগ লিখেছেন সমরাগ্ৰী বন্দ্যোপাধ্যায়।  উইন্ডোস প্রোডাকশনের তত্ত্বাবধানে আগামী বছর আসতে চলেছে ফা...

প্রযোজক যখন পরিচালক

  প্রযোজক যখন পরিচালক! এহেন ঘটনা যদিও ইন্ড্রাস্ট্রিতে নতুন কিছু নয়, তবে রজত ভাটিয়ার মতো সফল প্রযোজক যখন পরিচালনায় আসেন তখন সত্যিই প্রত্যাশা অনেকটা বেড়ে যায়। ‘ মতিচুড় চাকনাচুড়’-এর প্রযোজক রজত ভাটিয়ার পরিচালনায় প্রথম ছবি ‘ দ্য ইনস্যুরেন্স- কারমা উইল গেট ইউ’-এর শুটিং খুব শিগগিরি শুরু হতে চলেছে।  শুধু পরিচালনায় নয়, এই সিনেমাটি তাঁর নিজের লেখা।  তিন বছর আগের কোনও এক ঘটনা অবলম্বনে তিনি এই গল্পটি লিখেছেন এবং মাঝের এই লকডাউন পুরো স্ক্রিপ্টটিকে মজবুত করতেও সাহায্য করেছে। তাঁকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান যে, ‘’ আমি কর্মে বিশ্বাস করি এবং তিন বছর ধরে এই স্ক্রিপ্টটি নিয়ে আমি লেখালেখি করেছি।‘’ এই সিনেমার কিছু অংশের শুটিং হওয়ার কথা রয়েছে লন্ডনে। ইতিমধ্যে বেশ কিছু কাজকর্ম এগিয়ে গিয়েছে। সিনেমার মূল বিষয়বস্তু হল ইনস্যুরেন্স কোম্পানি এবং তাঁদের বুজরুকির বিরুদ্ধে মুখোশ খুলে দেওয়ার গল্প। যদিও এই সিনেমায় কারা কারা অভিনয় করছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে পরিচালক ভাটিয়া সিনেমাটিকে নিয়ে বেশ আশাবাদী। তাঁর প্রযোজনায় মুক্তি পেটে চলেছে ‘ বোলে চুড়িয়া’। প্রধান চরিত্রে রয়েছেন নওয়া...

'জোহার' নিয়ে কী বললেন নয়না গঙ্গোপাধ্যায়, জেনে নিন

  তিনি থামতে জানেন না। দৌড়ে যাওয়াই তাঁর লক্ষ্য। ধীরে ধীরে একের পর এক চরিত্রে তাঁর অভিনয় দক্ষতা ইতিমধ্যেই বেশ সমাদৃত। তাঁর বলিষ্ঠ অভিনয় তাঁকে শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখেনি। সারা ভারতের বিভিন্ন ইনড্রাস্টিতে তিনি এখন অতি পরিচিত মুখ। অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় এবার সম্পূর্ণ অন্য ভূমিকায়। একেবারে অন্য রকম একটা চরিত্রে।  আগস্ট মাসে ১৪তারিখ 'আহা' ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে 'জোহার'। এই সিনেমায় নয়না গঙ্গোপাধ্যায়কে একজন এথ্যালেটিকের ভূমিকায় দেখা যাবে। চারটি গল্প নিয়ে তৈরি হয়েছে এই তেলেগু সিনেমাটি। অভিষেক নামা নিবেদিত এবং সন্দীপ মার্নি প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করেছেন তেজা মার্নি। অভিনেত্রী জানালেন যে এই রকম চরিত্রে তিনি প্রথম অভিনয় করলেন। আটপৌরের সঙ্গে কথোপথনে তিনি আরও জানালেন যে," আমি ছোট থেকে খেলাধুলার সঙ্গে জড়িত। স্কুলে বেশ নিয়মিত খেলাধুলা করতাম। যদিও তারপরেও করেছি কিন্তু সেইভাবে যদিও কিছু করে ওঠা হয়নি। তবে এই চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং ছিল। অভিনয় করতে করতে মনে হচ্ছিল নিজেই একজন এথ্যেলেটিক হয়ে উঠেছি। যদি অভিনয় না করতাম তাহলে হয়ত খেলাধুলার সঙ্গেই যুক্ত হতাম...

'আদর' সিনেমাটির মুকুটে বসল নতুন পালক

এই করোনা আবহের মধ্যেও বাংলা সিনেমা জগতের জন্য আরও একটি সুখবর। দেবদূত ঘোষ পরিচালিত এবং শ্রেয়সী এনটারটেনমেন্ট প্রযোজিত ‘আদর’ সিনেমাটি ১০তম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের জন্য মনোনীত হয়েছিল এবং সার্টিফিকেট অফ এক্সিলেন্সও পেয়েছে। শুধু এখানেই শেষ নয়,   এছাড়াও ‘ নাইস   ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালে’ আদর সিনেমাটি তিনটে বিশেষ বিভাগের জন্য মনোনীত হয়েছে। ‘বেস্ট অরিজিনাল স্ক্রীন প্লে অফ  ফরেজিন ল্যাঙ্গুয়েজ’, ‘ বেস্ট ডিরেক্টর অফ  ফরেজিন ল্যাঙ্গুয়েজ ফিল্ম’ এবং ‘ বেস্ট সাপোরটিং অ্যাকট্রেস ইন  ফরেজিন ল্যাঙ্গুয়েজ ফিল্ম- বাসবদত্তা চট্টোপাধ্যায়’। এই সিনেমাটি মূলত তৈরি হয়েছে মানুষ এবং একটি হাতির মধ্যে সম্পর্ককে নিয়ে। এই সময়ে দাঁড়িয়ে যখন আমরা বন্য সভ্যতা প্রায় ধ্বংস করে দিচ্ছি, নির্বিচারে পশু হত্যা করছি, ঠিক এই তখন এই সিনেমাটি সেই বন্য প্রাণ আর মানুষের মধ্যে একটা অন্য সম্পর্কের কথা বলে। একটা বন্ধুত্বের কথা বলে। মানুষ আর হাতির মধ্যে একটা অমোঘ ভালবাসার কথা বলে।  সিনেমাটিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী , প্...

আনন্দ, উপার্জন, প্রেম, ভালোবাসা, পরকীয়া, যৌনতার সেই ব্যস্ত পৃথিবী।

স্বপ্নে নয় বাস্তবে                 পার্থ ঘোষ কাল রাতে একটা স্বপ্ন দেখলাম । স্বপ্ন আসলে মনের ভেতরের সুপ্ত ইচ্ছা । জ্ঞানত বা অজ্ঞানত কোন ইচ্ছা ঘুমের মাঝে মাথার ভেতরে আন্দোলিত হতে থাকে আর তখনই অন্ধকার প্রেক্ষাগৃহে বসে আমরা যেভাবে সিনেমা দেখি ঠিক সেভাবে স্বপ্নকে দেখতে থাকি । স্বপ্ন অনেক রকম হয় , আনন্দের দুঃখের , ভয়ের এমনকি দোষের । যদিও দোষ বলার কারণ চিন্তা করতে গেলে একটু গভীরে ঢুকতে হবেই । হাটে বাজারে স্বপ্নের স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় অনুশীলন করতে গেলে সেটা অবশ্যই বেআইনি এবং দৃষ্টিকটু বলেই গণ্য হয় । সেই কারণেই মনে হয় স্বপ্নের মধ্যে সেই চিত্রায়ন দর্শন করাটাকেই আমরা স্বপ্নদোষ বলি সাধারণভাবেই । এটাও ঠিক কোনভাবে জেনে বা না জেনে ওইসব শিহরণ জাগান নাট্যরূপকে মনে স্থান দিলেই এই পরিণতি শিকার হতে হয় ঘুমের মধ্যে ।   এটা অস্বীকার করা খুবই শক্ত দূষিত স্বপ্নের দর্শকদের । এটাই বাস্তব । যাক যা দিয়ে শুরু করেছিলাম , আজ একটা ...