প্রযোজক যখন পরিচালক! এহেন ঘটনা যদিও ইন্ড্রাস্ট্রিতে নতুন কিছু নয়, তবে রজত ভাটিয়ার মতো সফল প্রযোজক যখন পরিচালনায় আসেন তখন সত্যিই প্রত্যাশা অনেকটা বেড়ে যায়। ‘ মতিচুড় চাকনাচুড়’-এর প্রযোজক রজত ভাটিয়ার পরিচালনায় প্রথম ছবি ‘ দ্য ইনস্যুরেন্স- কারমা উইল গেট ইউ’-এর শুটিং খুব শিগগিরি শুরু হতে চলেছে।
শুধু পরিচালনায় নয়, এই সিনেমাটি তাঁর
নিজের লেখা। তিন বছর আগের কোনও এক ঘটনা অবলম্বনে
তিনি এই গল্পটি লিখেছেন এবং মাঝের এই লকডাউন পুরো স্ক্রিপ্টটিকে মজবুত করতেও সাহায্য
করেছে। তাঁকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান যে, ‘’ আমি কর্মে বিশ্বাস করি এবং
তিন বছর ধরে এই স্ক্রিপ্টটি নিয়ে আমি লেখালেখি করেছি।‘’
এই সিনেমার কিছু অংশের শুটিং হওয়ার কথা রয়েছে লন্ডনে। ইতিমধ্যে বেশ কিছু কাজকর্ম
এগিয়ে গিয়েছে। সিনেমার মূল বিষয়বস্তু হল ইনস্যুরেন্স কোম্পানি এবং তাঁদের বুজরুকির
বিরুদ্ধে মুখোশ খুলে দেওয়ার গল্প। যদিও এই সিনেমায় কারা কারা অভিনয় করছে সে ব্যাপারে
এখনও কিছু জানা যায়নি। তবে পরিচালক ভাটিয়া সিনেমাটিকে নিয়ে বেশ আশাবাদী।
তাঁর প্রযোজনায় মুক্তি পেটে চলেছে ‘ বোলে চুড়িয়া’। প্রধান চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন
সিদ্দিকি এবং তম্ননা ভাটিয়া
ছবি- সংগৃহীত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন