পরিচালক সপ্তাশ্ব বসুর দ্বিতীয় ছবি 'প্রতিদ্বন্দ্বী'-এর ট্রেলর লঞ্চ হয়ে গেল। তাঁর প্রথম ছবি ' নেটওয়ার্ক' এর সাফল্যের পরে দ্বিতীয় ছবিও নিয়েও ইতিমধ্যেই বেশ আলোচনা শুরু হয়ে গিয়েছে। আগামী বছর ১ জানুয়ারী মুক্তি পেতে চলেছে এই ছবিটি। সম্পূর্ণ একটি ডার্ক থ্রিলার! এই ছবির প্রতিটি মুহূর্তে রয়েছে একটি চেনা গল্পের অচেনা ছবি। পরিচালক আটপৌরেকে জানিয়েছেন যে, '' ছবির কোয়ালিটি খুব ভাল। আমার এক্সপেকটেশন খুব বেশি। তবে একটাই ভয় যে কোভিড পরবর্তী সময়ে কত লোক হলে এসে সিনেমা দেখবে। কিন্তু তাই বলে আমি আমার ছবি কখনই ওটিটি প্ল্যাটফর্মে দেবো না।"
এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, সায়নী ঘোষ, মাহি কর, রিনি ঘোষ, খান ফায়জ প্রমুখ। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে কলকাতার সিনেমার হল বন্ধ কেন এই নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন যে, '' কলকাতার অনেক সিনেমা হল বন্ধ, কেন? কেন দর্শক আসনের মাঝে ক্রস কেন? অথচ রেস্টুরেন্টে কোনও সোশ্যাল ডিস্ট্যান্সিং নেই! এটা কেন হবে?"
এই সিনেমায় ভিলেন-এর চরিত্রে অভিনয় করেছেন খান ফায়জ। তিনি আটপৌরেকে জানিয়েছে যে, '' " অডিয়েন্স না এলে সিনেমা চলবে কী করে? কলকাতার অধিকাংশ সিনেমা হল বন্ধ কেন? আর এই সিনেমাটার কন্টেন্ট খুব স্ট্রং। আমি একটি ডার্ক রোলে অভিনয় করেছি।"
এই সিনেমায় অভিনয় করেছেন মাহি কর। এটি তাঁর প্রথম সিনেমা। তিনি আটপৌরের মুখোমুখি হয়ে জানিয়েছেন, '' "প্রথম সিনেমার অভিজ্ঞতা খুব ভাল। এর আগে মেগায় কাজ করেছি কিন্তু সিনেমায় প্রথম। একটু টেনশনে ছিলাম। কিন্তু পুরো ইউনিট এত হেল্পফুল যে আমার কোথাও অসুবিধা হয়নি। অনেক কিছু শিখেছি এবং সিনেমা নিয়ে কিন্তু আমি বেশ আশাবাদী।"
স্টার মিডিয়া ভেঞ্চারস, প্রত্যুষ প্রোডাকশন এবং নিও স্টুডিওস এই ছবিটি প্রযোজনা করেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন