ছুটি কাটাতে এনা সাহা এখন দুবাইতে। রোদ মাখা এই ডিসেম্বরে তিনি ছড়িয়ে দিয়েছেন উষ্ণতা। তিনি এখন শুধুমাত্র অভিনেত্রী নয়, প্রযোজকও। সম্প্রতি তাঁর ছবি, ' এসওএস কলকাতা'-এর সাফাল্যের পরে নাকি আরও চমক আসতে চলেছে! যদিও সেই বিষয়ে তিনি কিছু খোলসা করেননি। তবে তাঁর দুবাই ঘোরার ছবি এখন আটপৌরের হাতে, দেখে নিন সেই ছবি।
ফুরফুরে মেজাজে অভিনেত্রী এনা সাহা।
অপরূপ রূপে ধরা দিলেন এনা সাহা।
লাস্যময়ী এনা সাহা দুবাইয়ের জলে রোদ ছড়াচ্ছেন।
তাঁর রূপের আভা ছড়িয়ে পড়েছে দুবাইয়ের জলে।
তিনি সর্বদা সাহসী, আর সেই সাহসের জোড়েই তিনি আজ বাংলা ইন্ড্রাস্টির অন্যতম মুখ।
( ছবি- সংগৃহীত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন