গতবছরের শেষের দিকেই এই সিনেমার শুটিং প্রায় শেষই হয়ে গিয়েছিল কিন্তু কোভিদের জন্য সবটাই পিছিয়ে গেল। তবে কথায় আছে, যা হয় ভালর জন্যই হয়। এবার দেখার এই সিনেমা কি বাঙালির মনে নতুন ফেলুদা অর্থাৎ টোটা রায়চৌধুরীকে রেখে দিতে পারবে? যদিও সময়ই হয়ত তার উত্তর দেবে। তবে এই সিনেমা নিয়ে কিন্তু বেশ আশাবাদী অভিনেত্রী পৌলমী দাস। জিজ্ঞাসা করলাম, '' সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা কেমন?" তিনি জানালেন যে," বেশ ভাল। উনি কাজের প্রতি বড্ড একাত্ম। খুব মনযোগ দিয়ে কাজ করেন। আর আমি এই সিনেমার চরিত্র হতে পেরে বেশ ভাল লেগেছে। কোনওদিন যে এমন সুযোগ আসবে সেটা ভাবিনি।"
যদিও ফেলুদা সিরিজে মহিলা চরিত্রের তেমনভাবে কোনও উল্লেখ না থাকলেও এই সিনেমায় নীলিমা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ চরিত্র। আবারও জিজ্ঞাসা করলাম" ফেলুদা সিরিজের প্রতি কি ছোট থেকেই টান ছিল?" তিনি বেশ উৎফুল্ল হয়ে বললেন,"অবশ্যই। সব বাঙালীর থাকে। আমারও ছিল। তবে রহস্যরোমাঞ্চের চেয়ে ফ্যামিলি ড্রামা আমি বেশি ভালবাসি।"
" আপনার চোখে সেরা ফেলুদা কে?" তিনি একবাক্যে বললেন" সব্যসাচী চক্রবর্তী।" আবারও জিজ্ঞাসা করলাম" আর এই মুহূর্তে?" তিনি হাসতে হাসতে বললেন," অবশ্যই আবীরদা!" সম্প্রতি এই সিনেমার ট্রেলর রিলিজ হবে এবং এই শীতে আড্ডা টাইমসে মুক্তি পেতে চলেছে ফেলুদা ফেরত।
তবে শুধু ফেলুদা ফেরতই নয়, অভিনেত্রী পৌলমী দাস এই মুহূর্তে ভীষণ ব্যস্ত। ইতিমধ্যেই নতুন ওটিটি প্লাটফর্ম"ক্লিক"-এ ' চিক-ফ্লিক' বলে একটি ওয়েব সিরিজে তাঁকে সুইটি নামে একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন। এখানেই শেষ নয় অরিন্দম শীলের নতুন সিনেমা 'তীরন্দাজ শবর'-এ তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন। জিজ্ঞাসা করলাম," কী চরিত্র?" তিনি হাসতে হাসতে বললেন," সময় হলে সবই জানতে পারবেন।" এই সাসপেন্স কি ফেলুদা ফেরত থেকেও বড় কিছু? হয়ত সময়ই কথা বলবে।
( সাক্ষাৎকার - আদিত্য ঘোষ
ছবি - সংগৃহীত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন