অভিনেতা অমিতাভ এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণিতে রাঘবেন্দ্রের চরিত্রে অভিনয় করছেন।
অভিনেতা অমিতাভ দাস একটা সুন্দর অভিজ্ঞতার কথা জানালেন। তিনি বললেন, " যখন কোনও চরিত্রের সঙ্গে নিজের মনের কথা মিলে যায়, তখন সেটা অভিনয় কম, বাস্তব বেশি হয়ে উঠে।"
মেথড অভিনয় তো সেই কথায় বলে। আর অভিনয় তো বাস্তবকেই তুলে ধরে। ব্যাপারটা আসলে দুই দুইয়ে চার।
অভিনেতা অমিতাভ এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণিতে রাঘবেন্দ্রের চরিত্রে অভিনয় করছেন। আর অভিনয় করতে করতে তিনি তাঁর মনের কথাগুলো সেই চরিত্রের মধ্যে দিয়ে তুলে ধরছেন। সেই সময়ের কথা, ইতিহাসের খুঁটিনাটি, বিধবাবিবাহ প্রচলন এবং তার পরিবর্তী সময়ে সমাজের সঙ্গে সংঘাত কথা এবং অতঃপর একটা স্বচ্ছ ভাবমূর্তি তথা সমাজের জন্য কিছু করার প্রচেষ্টা।
অমিতাভ দাস কিন্তু আদতে একজন খুব সচেতন মানুষ। শুধু সচেতন নয়, তিনি এই সমাজের প্রতি দায়বদ্ধও বটে। কোনওরকম নেগেটিভিটি তার ধারেকাছে ঘেঁষতেও পারে না। জিজ্ঞাসা করলাম, "রানী রাসমণি নিয়ে তো প্রচুর ট্রোল হয়।" তিনি হাসতে হাসতে বললেন,"ভাল তো। হোক না। ক্ষতি কী? সবকিছুতেই কিছু না কিছু পজিটিভ ব্যাপার থাকে। তবে সেই ট্রোলে কাউকে ব্যক্তিগত আক্রমণ না করলেই হল।"
অভিনেতা অমিতাভ আরও বললেন যে, " এই চরিত্রে অভিনয় করতে আসার আগে একটু পড়াশুনাও করতে হয়েছে। নিজেকে একটু ঝালিয়ে নেওয়া প্রয়োজন ছিল।" একটু থেমে তিনি আরও বললেন যে, " এছাড়াও এই চরিত্রের জন্য যে বাচনভঙ্গি দরকার সেটার জন্যও একটু ঘষামাজা করতে হয়।" তবে এই মুহূর্তে তিনি শুধু এই চরিত্রের প্রতি নজর দিয়েছেন। অন্য কোনও কাজ এই মুহূর্তে নৈব নৈব চ! এটাই হয়ত একজন আদর্শ অভিনেতার 'ডেডিকেশন'। তবে খুব সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়-এর পরিচালনায় একটি ছবির কাজ তিনি করেছেন। যদিও সেই নিয়ে অভিনেতা মুখ খুলতে চাইলেন না। শুধু বললেন সময় হলে সবই জানতে পারবেন।
( লেখা- আদিত্য ঘোষ
ছবি- সংগৃহীত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন