ছোট থেকেই তিনি ভেবেছিলেন যে তাঁকে অভিনেত্রী হতে হবে! শুধু তাই নয় অভিনয়ের পাশাপাশি মডেলিংটাও করতে হবে। তিনি কিন্তু পেরেছেন। যদিও তাঁর জার্নিটা সবে মাত্র শুরু হলেও, তিনি তাঁর অভিনয় ক্ষমতা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি লম্বা রেসের ঘোড়া। কী ভাবছেন, কার কথা বলছি ? আপনি কি শকেত ব্যানারজী পরিচালিত ‘ওহ!মাদার’ ওয়েব সিরিজটি দেখেছেন ? কিংবা অরিন্দম শীল পরিচালিত ‘ ব্যোমকেশ গোত্র’ সিনেমাটি দেখেছেন ? সেই সিনামায় যিনি মীরার চরিত্রে অভিনয় করেছিলেন, তাঁকে মনে পড়ছে? আজ্ঞে হ্যাঁ, আমি অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়-এর কথা বলছি। তবে তাঁর কাজের ঝুলি এখানেই শেষ নয়, আগামী বছরের শুরুতেই আসতে চলেছে রোহন সেন পরিচালিত ছবি ‘ এভাবেই গল্প হোক’। যেখানে তিনি অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ভটভটি’তে তিনি কাজ করছেন। যদিও তাঁর হাতেখড়ি কিন্তু বাংলা ধারাবাহিক দিয়ে। প্রথমে কলকাতায় কাজ শুরু করলেও তিনি কিন্তু পরবর্তী সময়ে কিন্তু পাড়ি দিয়েছেন আরব সাগরের তীরে। হিন্দি ধারাবাহিক ‘ চন্দ্রকান্তা’ তাঁকে দর্শকদের কাছে পরিচিত করেছে। তারপর তাঁর ‘ওহ!মাদার’-এ...