বাংলা সিনেমার জগতে নাকি ভাল দেখতে
ছেলের খুব অভাব! অন্তত দুর্গা পুজোর সময় একজন ভদ্র দেখতে ছেলের সঙ্গে হাতে হাত
দিয়ে ঘোরার মতো নাকি মোটে তিন-চারজনই আছে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। যদিও এটা আমার
ব্যক্তিগত কথা নয়, বাংলা সিনেমার অধিকাংশ অভিনেত্রীর গলায়ই এক সুর। আর সেই সুরে
সুর মিলিয়ে অভিনেত্রী পৌলমী দাসও বললেন, ‘’ ঠিক প্রেমিক প্রেমিক বলতে কিন্তু ওই
তিন- চারজনই আছে।‘’ এবার প্রশ্ন হল কারা কারা এই তিন-চারজন? আমি কিছু বলব না,
আপনাদের কোর্টে বলটা ঠেলে দিলাম, আপনারাই ভেবে নিন।
আমার ফোন পাওয়ার কারণটা জানতে পেরে
তিনি হাসতে হাসতে বললেন, ‘’ ওই সব বাঙালীরই পুজোর সময় একটু প্রেম প্রেম ভাব থাকে।
একে ঝাড়ি মারা থেকে ওর গায়ে ফুল ছোঁড়া এসব তো লেগেই থাকে। আবার কাউকে ভাল লেগে
গিয়ে তার পিছনে ধাওয়া করা কিংবা চোখের ইশারাই কথা বলা, এসব অভিজ্ঞতা আমারও আছে।
তবে ওইটুকুই, এর বেশি কিছু নয়।‘’
জিজ্ঞাসা করলাম, ‘’ কোনও স্পেশাল
কিছু মনে পড়ছে না।‘’ তিনি একটু ভেবে বললেন, ‘’ তখন হয়ত স্কুলে পড়ি। আমার এক বন্ধুর পিসতুতো
ভাইয়ের সঙ্গে পুজোর সময় আলাপ হয়েছিল। তখন আমিও বেশ পাড়ার কালচারাল ব্যাপারে থাকতাম।
তাই অনেকেই আমাকে চিনত। সেইবার পুজোর সময় আমাদের পাড়াতেই গানের লড়াই চলছে। আমরা দুজন
দুজনের বিপক্ষে খেলছি। সেই সময় ছেলেটা আমার জন্য একটা গান গেয়েছিল। একদম প্রেমের গান।
পুজোর পরও আমাদের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু তারপর আর...’’ কথাগুলো বলতে বলতে উনি হঠাৎ
থেমে গেলেন। আসলে আমাদের জীবনে কিছু গল্প অসমাপ্ত থাকে, যেগুলোকে অসমাপ্ত রাখতে হয়।
আবারও জিজ্ঞাসা করলাম, ‘’ এইবার পুজোটা কোন অভিনেতার সঙ্গে কাটাতে চাইবে?’’ অনেক
ভেবে চিন্তে তিনি বললেন, ‘’ অনির্বাণদা!’’ পাল্টা জিজ্ঞাসা করলাম, ‘’ কোনও বিশেষ কারণ
?’’ তিনি গানের মাধ্যমে বললেন, ‘’ কিচ্ছু চাইনি আমি, আজীবন ভালবাসা ছাড়া। আমিও তাদের
দলে......’’
( সাক্ষাৎকার- আদিত্য ঘোষ
ছবি- সংগৃহীত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন