বাঙালীর সেরা উৎসব যখন একেবারে দোরগোড়ায়, তখন বঙ্গললনারা কি শাড়ি ছাড়া থাকতে পারেন ? শুধু বঙ্গললনা কেন, অভিনেত্রীরাও পিছিয়ে নেই। অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা এমনিতেই কিছুদিন আগে নেটিজেনদের ঘুম কেড়ে নিয়েছিলেন তাঁর উষ্ণ-আবেগঘন ছবি পোস্ট করে। এইবারে তিনি ধরা দিলেন সম্পূর্ণ বাঙালী ঘরনার ধাঁচে। চোখে কাজল, কপালে টিপ, টোল পড়া গালে মুচকি হাসি! এটাই তো বঙ্গ কন্যার পরিচিত রূপ।
দুর্গা পুজোর জন্য ইতিমধ্যেই অন্য লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী।
চিত্রগ্রহণ করেছেন অঞ্জন ধারুই।
অভিনেত্রীর রূপসজ্জা করেছেন নন্দ মজুমদার।
অভিনেত্রীর কেশের বাহার এনেছেন অবিনাশ ভৌমিক।
অভিনেত্রীর পরেছেন রামপ্রসাদ বস্ত্রালয়ের শাড়ি।
সম্পূর্ণ বাঙালী বেশে সায়ন্তনী।
( কলমে- আদিত্য ঘোষ
ছবি- অভিনেত্রীর থেকে সংগৃহীত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন