তিনি অফিস থেকে ফিরতে ফিরতে একটি গান লিখে ফেললেন। তবে সেটা একদিনেই নয়, প্রথমে
কিছু এলোমেলো কথা এলো তারপর একদিন সেই কথাগুলো ডানা মেলল ‘ কোনও সন্ধ্যেবেলায়’ কিংবা
‘ কোনও মেঘলা দিনে’! কোনও নিম্নচাপের শহর যেন এক নিমেষে তাঁর ব্যক্তিগত আবেগে কলিংবেল
বাজিয়ে বলল, ‘’ জন্মদিন তো গেছে, এবার নিম্নচাপ আসুক!’’
আপনারা যারা যারা মোনোলোগাস ক্রোমোজোম-এর কাজ দেখেছেন মানে স্বল্প দৈর্ঘ্যের সিনেমা
হোক কিংবা গান, তারা জানেন মোনোলোগাস ক্রোমোজোমের কাজ কিন্তু একটু হলেও আলাদা। আর এই
আলদা হয়ে ওঠার পেছনে যে মানুষটি ঘাপটি মেরে থাকেন, তিনি হলেন সায়ন সেন। তাঁর লেখায়
মোনোলোগাস ক্রোমোজোমের নতুন গান ‘ নিম্নচাপ’ আসতে চলেছে আগস্ট মাসের ৩১ তারিখ।
তবে সায়ন সেন তাঁর গোটা টিমের প্রশংসা করতে কিন্তু ভোলেননি। তিনি জানালেন, ‘’ অনুপম
আইচ এই গানটার সুর করেছেন আর গানটি গেয়েছেন শুভজিৎ। ওঁদের অসাধারণ মেলবন্ধন এই গানটিকে
একটি অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।‘’
একটু থেমে তিনি আরও জানালেন যে, ‘’ গানের একটি অংশে
ভায়োলিন বাজিয়েছে অপ্রতিম নায়ক। যেদিন এই রেকডিংটা হয়েছিল, আমার মনে হচ্ছিল যে সারাদিন
ধরে বসে বসে ভায়োলিনটা শুনি। আর আমি বিশেষভাবে কৃতজ্ঞ অরিন্দম দে এবং সানি কর্মকারে
প্রতি। তাঁরা এই গানটি প্রযোজনা না করলে আজকে ওই লেখাগুলো গান হত না।‘’
জিজ্ঞাসা করলাম, ‘’ গানটি কি প্রেমের গান ?’’ হাসতে হাসতে লিরিসিস্ট বললেন, ‘’
অবশ্যই। তবে শুধু প্রেম কেন সঙ্গে ঝগড়াটাও ফ্রী। এর চেয়ে বেশি কিছু বলব না। আপাতত লোকে
গানটা শুনে বলুক তাঁরা কী বুঝলেন, সেটাই আসল।‘’
‘’স্রোতারা গানটা কোথায় শুনতে পাবেন ?’’ সায়ন সেন বললেন, ‘’ মোনোলোগাস ক্রোমোজোমের
ইউটিউবের পেজে অবশ্যই আপলোড হবে লিরিকাল ভিডিও। এছাড়াও বেশ কিছু মিউজিকাল স্ত্রিমিং
সাইটে গানটি আপলোড হবে। প্রথমে আমরা ভেবেছিলাম যে গানটির সঙ্গে একটি ভিডিও হবে কিন্তু
বিভিন্ন কারণবশত সেটি হয়ে ওঠেনি। তবে আমরা ভেবে দেখছি গানটি গান হিসেবেই প্রকাশ হোক,
আপাতত আমরা সবাই নিম্নচাপের দিকে তাকিয়ে।‘’
( কলমে-আদিত্য ঘোষ
ছবি- সংগৃহীত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন