মেট্রো নিয়ে যখন কলকাতার বুকে একের পর এক প্রতিবাদ
আছড়ে পড়ছে, ঠিক সেই সময় সেই প্রতিবাদের সুরে গলা মেলাল কলেজের ছাত্রছাত্রী থেকে
সাধারণ মানুষ।
মোহনা বিশ্বাস (কলেজ ছাত্রী) জানাল, “ বর্তমান
সময়ের প্রেমিক-প্রেমিকারা কোথায় যাবে, কী খাবে কিংবা কোথায় জড়িয়ে ধরবে সেটা তাদের একান্তই
ব্যক্তিগত ব্যাপার! আর তাঁরা তাদের পারস্পরিক অনুমতি নিয়েই একে অপরকে সঙ্গে আলিঙ্গন
বদ্ধ হয়! তাহলে অসুবিধাটা কোথায় ?’’ এখানেই শেষ নয়, মোহনা আরও জানাল, “ এই সমস্ত বয়স্ক
কিংবা মধ্যবয়স্ক লোকেরা অন্য সময় ট্রেনে, বাসে , মেট্রোয় অনেক অছিলায় যখন একটা নারী
দেহ স্পর্শ করে, তখন কী হয় ? কোথায় থাকে তাদের প্রতিবাদ ? ‘’
শুধু মোহনা একা নয়, স্নেহা সামন্তর গলায়
প্রায় একই সুর। স্নেহা
সামন্ত স্পষ্ট জানাল, ‘’ লোকেরা আগে ভালবাসার মানেটা বুঝতে শিখুক! একে অপরকে জড়িয়ে
ধরলে কী সংস্কৃতির প্রতি অবমাননা করা হয় ? ” স্নেহার কথায় উঠে এল সম্প্রতি কিছু বর্বর
ঘটনার কথা। স্নেহা জানাল, ‘’ যখন একটা বাচ্ছা মেয়েকে গনধর্ষণ করা হয়, তখন এই
লোকগুলো কোথায় থাকে ?’’
অনিন্দিতাও কিছুটা
ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, ‘’ এই সমাজ সচেতন লোকগুলো যখন রাস্তার ধারে মূত্র ত্যাগ
করেন, তখন কোথায় থাকে তাঁদের উদার মানসিকতা ? ‘’
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন