রিভিউ- আলগা করো গো খোঁপার বাঁধন ।
রেটিং- ৩.৫/৫
পাবলিশড বাই- Folk Studio( Bangla)
ব্যান্ড- Krakers
গানটা শোনার পরেই কুমার গৌরব চক্রবর্তীকে ফোনটা করে ফেললাম! আগের মতই একই স্বভাবে বলল, " কেমন আছিস ?" তবে আমি কথা না বাড়িয়ে সরাসরি জিজ্ঞাসা করলাম, '' হঠাৎ নজরুল গীতি কেন ? ক্রাকারস-এর লিড গায়ক জানিয়ে দিলেন, '' উনি বাংলা গানের জগতে একটা স্তম্ভ! আর এইটা ক্যাকারস-এর প্রথম অফিসিয়াল রিলিজ! তবে আমরা আরও বিভিন্ন ধরণের গান করছি এবং করব।"
তবে এই উদ্যোগটিই মন কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট , কাজী নজরুল ইসলামের গানের স্পন্দন ও সুর একই রেখে যুগের উপযোগী করে নতুন ভাবে গানটা তৈরী করা । ইনস্ট্রুমেনটেশন নিয়ে বলার নেই, তবে ব্যক্তিগতভাবে ভাল লাগলেও একটা কথা বলতেই হয় ,লিরিকাল পজ (lyrical pause) নামক একটি বিষয় থাকে, যা পপ সঙ্গীতে কম ও অন্যধারায় বেশী।
এই লিরিকাল পজ মূল গানটিতে একটু বেশী থাকার কারণে আরও ভাল এবং রোমান্টিসিজমে পরিপূর্ণ ছিল। রিমেক করার সময় সেটা মাথায় রাখলে আমার মনে হয় হত । তাছাড়া গানটি সর্বোপরি উপভোগ্য,দক্ষ প্রচেষ্টা । গানটি শোনার জন্য ইউটিউবে ফোক স্টুডিও বাংলার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন গানটা। যারা এখনও শোনেননি, তারা শুনে ফেলুন!
রিভিউ- নিকিতা চক্রবর্তী
ছবি-Krakers
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন