কে কাকে জড়িয়ে ধরল, তাতে লোকের কী ?
তিতাস ভৌমিক
এই শহরটা অনেকটা বদলে
গেছে। এই শহরের ভিতরে ভিতরে গজিয়ে উঠেছে অনেক আগাছা! সম্প্রতি
কলকাতা মেট্রোর ঘটনা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, কাঠি করা এখনও
বাঙালির
একমাত্র কাজ।
অভিনেত্রী তিতাস ভৌমিকের
কথায় “ কে কাকে জড়িয়ে ধরল, তাতে তোমার কী ? ‘’ শুধু তাই নয়, তিনি আরও জানালেন, ‘’
কাজের সময় এই লোকগুলো কোথায় থাকে, তখন তো তাদের পাত্তা পাওয়া যায় না।‘’
অভিনেত্রীর গলায় স্পষ্ট
বিদ্রূপের ছাপ। তাঁর সঙ্গে কথা বলে বোঝা গেল, তিনি কোনও মতেই এই ঘটনাকে সমর্থন করেন
না! তিনি আরও জানালেন, ‘’ সব ব্যাপারে নাক
গলানোর কী আছে ?’’
কলকাতার বুকে এমন ঘটনা
শেষ কবে ঘটেছে, সেটা হয়ত ইতিহাসের পাতা খুঁজে দেখতে হবে। এই কলকাতাটা অনেকটা বদলে
গেছে!
( সাক্ষাৎকার - অভিষেক ঘোষ
ছবি- তিতাস ভৌমিকের ফেসবুক থেকে )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন