আমরাও তো প্রেমিক-প্রেমিকা! আমাদেরও স্বাধীনতা আছে...
অভিষেক – অন্বেষা,
কলকাতার বুকে যখন গণপ্রহার থমকে দিল এক ভালবাসাকে, ঠিক সেই সময় অন্য এক যুগল
অবলীলায় তাদের মতামত জানালেন! তাঁরা বললেন, ‘’ আমি কী করব, কী খাব, কী পরিধান করব
সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে কেউ নাক গলাতে এলে, সেটা কখনই
মেনে নেব না!’’
এখানেই শেষ নয়, তাঁরা আরও বললেন, ‘’ আমি কাকে জড়িয়ে ধরব, সেটাও আমার একান্ত
ব্যক্তিগত ব্যাপার।‘’ তাদের কথা শুনে স্পষ্ট বোঝা গেল, তাঁরা কোনও ভাবেই এই ঘটনাকে সমর্থন করছেন না,
উল্টে এই ঘটনার তীব্র নিন্দা করছেন!
অন্বেষা বললেন , “ এই মধ্যবয়স্ক আর প্রবীণ মানুষগুলো অন্যসময় কোথায় থাকেন ?
তাঁরা মাঝে মধ্যেই রাস্তায় এমন কাণ্ড ঘটিয়ে বসেন, যা ভাষায় প্রকাশ করা যায় না!’’
এখানেই শেষ নয় , তিনি আরও বললেন, “ একজন একজনকে জড়িয়ে ধরলে কি সংস্কৃতির প্রতি
অবমাননা করা হয় ? আসলে এই সব ব্যাপারে নাক গলানোটা স্বভাব হয়ে গেছে।‘’
অভিষেক এই ব্যাপারে সহমত প্রসন জানালেন, “ এই ঘটনা কলকাতার বুকে একেবারেই কাম্য
নয়।‘’
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন