নতুন বছর ও কিছু নাছোড়বান্দা অভ্যেস// মৌমিতা ঘোষ
জীবন যেন ঘুড়ি ওড়ানো খেলা। মারপ্যাঁচ, টানাটানি, গেল গেল গেল , যাহ্। মৃত্যু ও বেশ রঙিন লাগে।ভাবুন তো ভো কাট্টা রঙিন ঘুড়ি পড়ে আছে, পাশে সুতো খানিকটা এলোমেলো। কেউ ভেবেছিল সারাজীবন নিয়ন্ত্রণ করবে, এখন আমার ভাবটা, ' দেখ শালা'।
আবার মাঝেমধ্যে ভাবি এই যেমন বন্ধুদের হাত, এই যেমন আমার হঠাৎ নাকেকান্না আর দু চারজন প্রাণের বান্ধবীর বিলাপ শুরু, এইসব কিছু থেকে হঠাৎ চলতে চলতে ‘টাটা’ বলে অন্য গলিতে সটকে পড়া, তারপর বেশ খোঁজ খোঁজ ...উঁহু, তখন ' পড়বেনা মোর পায়ের চিহ্ন এই বাটে '।মৃত্যু ও মজার বেশ। খেলতে খেলতে বেশ কবার ঘুরে এসেছি দুএকটা কামরা। ফিরে এসেছি যেই, কলার ধরে জীবন নিয়েছে জবাবদিহি। তার ও ভাব, 'দেখ কেমন লাগে। অত সহজ নয়, বুয়েচ? আগে এপারের সবকিছু কড়ায় গণ্ডায় মেটাও,তারপর ওসব ফ্যান্টাসি দেখিও।' এভাবেই আমি জীবনকে ঘেন্না করতে করতে কখনো মৃত্যুকে ভালোবাসি, মৃত্যু প্রতারণা করে ফিরিয়ে দেয় জীবনের কাছে। বছর ঘুরে যায়। কিছু স্মৃতি ব্যক্তিগত হয়ে পড়ে থাকে আলমারিতে ।
বেনারসির মতো, নামানো হয় না। কিছু স্মৃতি অভিজ্ঞতা হয়ে পাশে পাশে চলে। কিছু স্মৃতি নাছোড়বান্দা, মগজের দেওয়াল বেয়ে ডালপালা ছড়ায়। আমিও পুরোনো একটা বছরকে ভুল জীবন ভেবে নতুন কোন মৃত্যুর চুম্বনের তীব্রতায় মেতে উঠি। উঁহু , ভুল করছেন এ তীব্রতা আরেকটা নতুন ভালোবাসার, নীল বিষের মত তীব্র নেশার , আর কখনো মাত্রা ছাড়ালে....জানেন ই তো, এক জীবনে এক হাজার বার আপনিও তো মরেছেন!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন