------------------------------------------------------------------------------------ঐশী
কলকাতা হোক বা কলম্বো,বাঙালী চিরকালই আমোদপ্রিয় এবং হুজুগে।কোন না কোন টপিক নিয়ে লাফালাফি লেগেই থাকে,সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন।
কলকাতা এক্ষেত্রে বেশ কয়েকধাপ এগিয়ে।যতই হোক বাঙালীর শেকড় তো এখানেই জড়িয়ে।যাইহোক গত সপ্তাহে ফেসবুকের জনৈক একটি পেজ রবীন্দ্রসরোবর মেট্রো স্টেশনের ছয় নম্বর গেটের সামনে এক চা দোকানের হদিশ দেয় যেখানে চকোলেট চা-কফি,মালাই চা-কফি এবং আরও প্রচুর রকমের চা ও কফি পাওয়া যায়।প্রধান বিশেষত্ব দোকানটি খুবই ছোট এবং রাস্তার ধারে(বলা বাহুল্য আলাদা করে নজর না কাড়ার মতোই)।
ব্যাস্...বাঙালী রেডি।ফেসবুকের মাধ্যমে হদিশ পেয়েই ঠিক খুঁজে খুঁজে সশরীরে হাজির।কোন কিছু প্রচার বা ভাইরাল করতে ফেসবুকের এখন জুড়ি মেলা ভার।তো সময় যতো পেরোলো ভিড় ও বাড়তে লাগলো।
আমিও ভাবলাম এক বিকেলে একটু ঢুঁ মেরেই আসি।যেমন ভাবনা তেমন কাজ।কষ্ট করে আর খুঁজতে হলোনা।ভিড় দিয়ে যায় চেনা।সবাই ফোন আর ডি.এস.এল.আর নিয়ে রেডি।চায়ের দোকান,ভিড় আর চায়ের ভাঁড় কে ফোকাস করে ক্লিক ক্লিক ।
কিন্তু এই ভিড়ের ঠেলায় দোকনদারের পক্ষে সবরকমের চা বা কফির জোগান দেওয়া সম্ভব না।তাই হাতে গোনা কয়েকরকম।বেশিরভাগই দেখলাম ‘মালাই টি’ নিচ্ছে।আমিও নিলাম।(বলে রাখি ছবি তোলার লোভ সামলাতে পারলাম না।)
দেখতে বা খেতে যেমনই হোক,ফেসবুক,ইনস্টাগ্রাম্ তো দিতে হবে।
তবে হ্যাঁ এতোদিনে সবারই মোটামুটি একবার যাওয়া হয়ে গেছে।
যারা বাকি আছেন তাঁরা নিজেরাই গিয়ে পরখ করে আসুন কেমন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন