অবসর
অবসরে এ—অনাবৃত গান ,
দিয়ে যায় সুর,
সেধে যায় তান ,
এক অদ্ভুত রূপ-ছন্দে ;
এক অনামী স্মৃতির গন্ধে |
অবসরে এ— অনিয়মিত স্থান ,
হাসি-উপহাসের আতর ছড়ায়,
ঘন কালো এক আঁধায় পেরোয় ,
এক আছড়ে পড়ার ইচ্ছায়;
এক আঁকড়ে ধরার চেষ্টায় |
অবসরে এ— অবাধ্য সময়;
অনভিপ্রেত মুহুর্তে থেমে ,
তার কানের লতির ধার ঘেঁষে নেমে ,
এক শিহরোন নামায় চোখে ;
এক কামড় বসায় ঠোঁটে |
তবে...
অবসরে এ —অসামাজিক প্রান ;
নীল-লাল যার প্রিয় মনে মনে ,
তবু মেতে থাকে সাদা-কালো রণে,
এক নিতান্তই প্রিয়াসী সে প্রিয়র;
♡ এক নিতান্তই চরিত্রহীন।
শ্রেয়া মুখার্জী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন