৩১শে অক্টবর
দমকা হাওয়ার হঠাৎ আলাপ। ফোনের স্কিনে আটকে চোখ।
একটা হাসি দৃষ্টিকাড়া, আমিও তেমন
ক্যেবলা লোক
তাই তো খেই হারিয়ে ফেলি, সে'ই তো তোলে কথার ঢেউ
হঠাৎ কেন লাগছে আপন? নিজের তো নয়, অন্য কেউ!
হয়তো বসন্ত এমন করেই হঠাৎ মনে যায় ঢুকে
সেও হয়তো দাঁড়িয়েছিল। গলির মোড়ে। ফেসবুকের
হতেই পারে দমকা বাতাস। কিংবা কোনো সাগর ঢেউ
তবু হঠাৎ করেই লাগছে আপন। নিজের তো নয়,অন্য কেউ!
ভাগ্যরেখায় ভরসা যে নেই, খরাময় দুই স্তব্ধ
চোখ
হঠাৎ করেই চাইছে এ মন ওর স্পর্শে বৃষ্টি হোক।
সায়র ব্যানার্জী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন