কৌশিক চক্রবর্তী
কেউ ঝরে গেছে দেয়ালের গা বেয়ে
কেউ রেখে গেছে অজানা হেমন্ত
ফিরে গেলে লেখা হয় নিঃস্বাস
বিষয়ের বিষ...
কত রোদ মুছে গেছে আধোয়া গোধূলির জন্য
কত মেঘ এসে কৈফিয়ত দিয়ে গেছে অকপটে-
কিছু সময় আগে ঘোষিত যে নীতিকথা
তারাই আজ ফেলে গেছে শক্তিধর উপনিবেশ
কৃষ্ণগহ্বরে...
ঘেয়ো শুয়োর তুলে নিয়ে গেছে রাষ্ট্রের জমি
বারে বারে কঙ্কাল ভেসেছে গঙ্গার স্রোতে,
পাটনা থেকে অমরনাথ
ধর্মে লেগেছে বিহিতের ছাপ-
আজও ছেঁড়া হয়নি সেইসব মৃত্যুর নোটিশ!
নিয়মমতো স্যাটেলাইটে চড়ে সওয়ার হয়েছে দেশাত্মবোধ
নাইটভিশন...
তোমার জন্য একটু জায়গা রাখা তাতে-
গলিয়ে দাও আত্মশ্লাঘা, প্রতিকূল স্রোতে
দেখতেও পেতে পারো হিমালয়ের বিপরীতঢালে
এখনো শুয়ে আছে অমিতাভ মালিকের স্ত্রী!
চেয়ে দেখো
সময়ের সঙ্গে তালাক খুঁজছে চোখ ভেজা ময়ূরের দল...
ঘুমোচ্ছ তুমি সেই বিছানাতেই-
'শরীয়ত' বলেছে তুমিও
জবানী রাখো
ভেঙে দাও মেঘ
সস্তায়--
এসবের থেকে চোখ ফিরিয়েছো যবে
এনেছো ফুটবল
খেলোয়াড়োচিত-
সমস্ত রাজছত্র থেকে পদত্যাগ করে
বেছে নিয়েছো যুবদলের ঘর!
আজ থেকে তুমি আর একলা নও
শুনছো শহর?
ফিরে দেখা থেকে তুলে রাখো সদরের বিজ্ঞপ্তি
পারলে আবার কখনো ফিরিয়ে দিও এদেশের মাটিতে ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন