কলকাতা বইমেলা এবং... সুচন্দ্রা সিংহ
ছবি- নিজস্ব
ছোটবেলার 'টিনটিন' থেকে কৈশোরের 'চাঁদের পাহাড়', যৌবনের উদ্দীপনায় 'হারিয়ে যাওয়ার টিকিট' থেকে বার্ধক্যের অবসরে 'দেশ - গল্পসংকলন'; এই সবকিছুর মাঝেই ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে বই। আর সেই নানান স্বাদের বইয়ের মেনু নিয়ে এবারও হাজির আমাদের বইমেলা। আমাদের কলকাতা আন্তর্জাতিক বইমেলা।
বইপোকা বা বইপ্রেমীদের ঠিকানা এই বইমেলায় এবারও উপচে পড়ছে ভিড়। দুপুর না গড়াতেই সবাই হাজিরা দিচ্ছেন প্রিয় বইগুলো দেখে শুনে পছন্দ করে নিয়ে যাওয়ার জন্য। পুরোনো বইয়ের গন্ধ, নতুন বইয়ের চমক, ছিমছাম অথচ সুন্দর প্রাঙ্গণ, সবটুকুই একটা অদ্ভুত ভালোলাগার আবেশে জড়িয়ে রাখে, খুব আদরে, ঠিক বুকমার্ক দেওয়া পৃষ্ঠার মত সযত্নে।
ই-বুক, ই-লাইব্রেরি, গুগুল এর যুগে বইপ্রেমীদের সংখ্যা কমছে বৈকি! মুনাফা লুটছে ফুড কোর্টের নানারকম খাবারদাবার, অন্যান্য স্টল, ও কনটেস্ট। তবে সব কিছু ছাপিয়ে, কলকাতা রয়েছে কলকাতাতেই আর বইমেলা রয়েছে বইমেলাতেই। 'হীরু ডাকাত' হাতে নিয়ে ঝলমলে হাসিগুলো, লাজরাঙা মুখে দেখা 'দোয়েল সাঁকো', বা হঠাৎ চমকের 'অঘোরে ঘুমিয়ে শিব' মনে করিয়ে দেয়, কলম এখনও চলছে। বই ছাপা হচ্ছে। বই বের হচ্ছে আর বইমেলাও থাকছে।
শেষের শীতে ব্যাডমিন্টনের হুটোপুটি কমে আসে। কমে আসে সকালের কচুরি, দুপুরের পিকনিক আর বিকেলের চা সহযোগে আড্ডার সময়সীমা। তবু বাঙালি হুজুগ খোঁজে, ভালোবাসা খোঁজে, সময় কাটানোর ছুঁতো খোঁজে। তাই বেশী দোনামনা না করে, এই 'পাতাঝরার মরশুমে' পিকনিক আর ল্যাদের মধ্যে থেকে একটু সময় বের করে বইমেলা যাওয়া #হয়ে_যাক!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন