সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এখনও মাঝরাতে ঘুম ভেঙে যায়, এখনও শীতের দুপুরে......



অ স্থা ব র

দ্বিতীয় পর্ব

আদিত্য ঘোষ

আমাকে কেউ বলেছিল, ‘’ ভালবেসে কাঙাল হতে চাই না!’’ আমি তখন মনে মনে ভেবেছিলাম, ‘’ ভালবাসলে তো একদিন না একদিন তোমাকে কাঙাল হতেই হবে।‘’ যতই পজিটিভ হোক আমাদের সম্পর্ক, যতই সখ্যতা থাক আমাদের মধ্যে কিন্তু এমন কোনও পরিস্থিতি আসবে না তো কোনওদিন যা আমাদের আরও দূরে নিয়ে যাবে, এই ভেবে এখনও ভয় হয়। এখনও মাঝরাতে ঘুম ভেঙে যায়, এখনও শীতের দুপুরে্‌......

তখন জুন মাসের শেষের দিক। বাড়িতে তখন সাজসাজ রব। এই বাড়িতে প্রথমবার কোনও বিয়ের অনুষ্ঠানকে উপভোগ করতে পারব এই ভেবে আনন্দ হচ্ছে। আমার মনে পড়ে না এর আগে এই বাড়িতে কোনও বিয়ে দেখেছি কিনা! আমি তখন ক্লাস টুয়েলভে। পরের বছরেই উচ্চমাধ্যমিক পরীক্ষা, যদিও তখনও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমিই আমাদের পরিবারের মধ্যে একমাত্র যে কিনা একটু ট্যারাব্যাকা! মানে, বিজ্ঞানের ছাত্র হয়েও রীতিমতো সাহিত্য চর্চায় মেতে থাকি। যদিও গর্বের ব্যাপার নয়, অনেকেই এটা নিয়ে প্যাঁক দেয়! তবে ওসব আমার গায়ে লাগে না। হাল্কা হেসে উড়িয়ে দিই। আমাদের পরিবারে বেশিভাগই সরকারী চাকরি করে কিংবা করত আর কেউ কেউ ইঞ্জিনিয়ার কিংবা অন্য পেশার সঙ্গে যুক্ত তবে কেউই সাহিত্যের সঙ্গে যুক্ত নেই অথবা সেইটাকে পেশা হিসেবে নেয়নি। আমি একমাত্র বীরপুরুষ যে এই অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছি! ভাবলে নিজেরই কেমন হাসি পায়।

আমাদের তিন পরিবারের মধ্যে তখন সদ্য সদ্য সখ্যতা গড়ে উঠছে। যদিও তার কারণ দাদার বিয়ে,মানে জ্যেঠুর ছেলের। তবুও একটা ক্ষীণ দূরত্ব আমাদের মধ্যে ছিল। আসলে একযুগ কথা বন্ধ থাকার পর কেউই অতটা মসৃণ হতে পারে না, আমরাও পারিনি। তবুও ওটাই সম্পর্কের শুরু।
আমার জীবনে এমন সম্পর্ক এসেছে, যেখানে প্রতিদিন ঝগড়া হত। প্রায় কথা বন্ধ হওয়ার পর্যায়ে চলে যেত। এমন কী কতবার কথা বন্ধ হয়েও গেছিল। কিন্তু একটা ব্যাপার দেখেছি, ঝগড়ার পর কিন্তু প্রেমটা আরও বেড়ে যায়। যদিও আমাদের প্রেমটা খুবই আপেক্ষিক ছিল তবুও এটা বারবার দেখেছি ঝগড়ার পর টানটা আরও বেড়ে যায়, আরও এক অন্যের কাছে আসতে ইচ্ছে করে। আমাদের পরিবারের মধ্যেও এই ব্যাপারটা হয়েছিল। আমাদের টানটা হঠাৎই বেড়ে গিয়েছিল। আমরা এক হয়ে যাচ্ছিলাম।   

  তখন স্কুলে যাওয়ার এত হিরিক ছিল না! একেই স্কুল জীবনের শেষ দিক, তবুও খুবই কম স্কুলে যেতে হত। কিছুটা স্যারেরাই বারণ করত। তাঁরা বলত, ‘’ বাড়িতে বসে পড়াশুনা কর। ‘’ আমি ঠিক উল্টোটা করতাম। তখন সদ্য সদ্য সিগারেট খাওয়া ধরেছি। মানে ঐ বয়সে একটু পাখনা গজিয়েছে। এদিক-অদিক ঘুরে বেড়াচ্ছি, নাটক দেখছি, কবিতা পড়ছি ব্যস, এই করে কেটে যেত। তার মধ্যে বাড়িতে একটা অনুষ্ঠান, বেশ মজায় ছিলাম।

আমি দাদার সঙ্গে বরযাত্রী গেছিলাম, একেবারে সামনের সিটে বসে। এখন মনে আছে তার আগে স্করপিও গাড়িতে জীবনেও ওঠা হয়নি, ওটাই প্রথম। তারপর যাচ্ছি আবার সল্টলেক। একেবারে বুকের ছাতি ফুলেফেঁপে বিয়াল্লিশ হয়ে গেছে।  হয়ত ওটাই প্রথম সল্টলেক যাওয়া!

কথায় বলে বাঙালীরা কলকাতার বাইরে গেলেই নাকি তাঁদের বয়স কমে যায়, ঠিক তেমনি মফস্বলের লোকেরা কলকাতায় গেলে তাঁরাও একটু পাল্টে যায়। আসলে ঐ বয়সে ওটাই স্বাভাবিক ছিল। ঐ ভাবনাগুলো তখন ভিড় করত। এখন বুঝি হঠাৎ কেমন বড় হয়ে গেলাম।

গাড়িতে যেতে যেতে ভাবছিলাম, কোনওদিন ভাবতেই পারিনি যে দাদার সঙ্গে বরযাত্রী যাব। তখনও বুফে সিস্টেমের সঙ্গে আমার পরিচয় হয়নি। আসলে মফস্বলের বিয়েতে এখনও বসিয়ে খাওয়ানোর রীতি আছে। আর তখন তো কলকাতা শহরটা একেবারে আমার কাছে গল্পের মতো। শুধু তাই নয়, অনেক রীতিনীতিই আলাদা, ব্যবহার আলাদা, সবকিছুই একটু অন্যরকম।

তবে বিয়েটা উপভোগ করেছিলাম। আরও অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, বাড়ির নতুন অতিথি কখন বাড়ি আসবে। আসলে ছোট থেকে ঐ মানুষদের দেখে বড় হয়েছি, এদের বাইরে কেউই বাড়ির লোক হয়ে আসেনি। এই প্রথম, আমার দেখা এটাই প্রথম। তাই আগ্রহ ছিল।

কিন্তু আমরা যা চাই সেটা সবসময় পাই কি? আমাদের কপালে কী লেখা আছে,  সেটাও পড়তে পারে কি কেউ?  আমরা জানি না ভবিষ্যতে আমাদের জন্য কী অপেক্ষা করছে! আমার জীবনে দেখা সবচেয়ে বড় ট্রাজেডি ছিল সেই দিনটা।

অপেক্ষার অবসান ঘটিয়ে বাড়িতে এল আমাদের নতুন লোক! মুখে তার সবসময় হাসির ঝিলিক লেগে আছে। তার কিছুক্ষণ পরেই গোটা আনন্দটা হঠাৎই নিভে গেল। ঠাকুমার মৃত্যু হল,মানে আমার জ্যেঠুর মা। এইরকম একটা মৃত্যু সবকিছু বদলে দিল। যদিও তাঁর বয়স হয়েছিল, কিন্তু এমন একটা দিনে তাঁর মৃত্যু আমাদের থমকে দিয়েছিল।

যে প্যান্ডেলটা বিয়ের জন্য করা হয়েছিল, সেটাই শ্রাদ্ধের জন্য ব্যবহার করা হয়েছিল। দাদা যতদিনের ছুটি নিয়ে এসেছিল, সেই ছুটি আরও দীর্ঘ হল। বাতিল হল বৌভাত। বাতিল হল সব আনন্দ। যারা এসেছিল, তারাও ফিরে গেল একরাশ দুঃখ রেখে। আর রেখে গেল একটা প্যান্ডেল, বাড়ি আর আমাদের নতুন অতিথিকে।

    কিন্তু শ্রাদ্ধের অনুষ্ঠান হওয়ার আগে অবধি যে সময়টা আমাদের ছিল, সেটাই হয়ত আমাদের পরিবারের সেরা সময় ছিল । একে অপরের দুঃখের যেমন ভাগীদার হতে পারে তেমনি আনন্দের। আমরাও সেই সময় আমাদের সময়গুলো ভাগ করে নিয়েছিলাম। মাঝে কিছুদিন এদিক-অদিক ঘুরতেও গেছিলাম। আমি, দাদা, বৌদি আরও অনেকে তখন ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া ঘুরতে গেছিলাম। যদিও আমাদের বাড়ি থেকে কিন্তু দূর নয়। রামঘাট পেরোলেই ইমামবাড়া। রামঘাটে নৌকার ব্যবস্থা থাকায় গরিফা-হুগলী যাওয়া খুব সহজ।

আমাদের দিনগুলো এমনই করে কেটে গেল। আমরা আরও কাছাকাছি চলে এলাম। সব ঝগড়ার ইতি হল। এখন এখানে সারাদিন রোদ্দুর খেলা করে। সকাল সাতটা বাজলে সব ঘরেই একসঙ্গে রেডিও বাজে। শুধু তাই নয়, সন্ধ্যে হলে প্রত্যেকটা ঘরে একই সিরিয়াল চলে। আমরা এখন ইউনিটি ইন ডাইভারসিটি হয়ে বেঁচে আছি।

আমরা এখন আর ঝগড়া করি না! আমাদের মধ্যে কথা বন্ধ। যদিও মাঝে মাঝে মেসেজ আসে। কতগুলো ডট, কতগুলো স্মাইলি। কিন্তু আমি কোনও উত্তর দিই না। এখনও মাঝরাতে ঘুম ভেঙে যায়, এখনও শীতের দুপুরে......


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভূতে ভয় পেলেও, ‘ সেক্সি ভূত’-এর চরিত্রে অভিনয় করতে ভয় পাননি সায়ন্তনী

টলিউড ডিভা সায়ন্তনী গুহঠাকুরতা ডেবিউ করে ফেললেন দক্ষিণী সিনেমায়। যদিও কিছুদিন আগেই তিনি আটপৌরেকে সে ব্যাপারে জানিয়েছিলেন। কিন্তু সম্প্রতি এই হোলিতে সিনেমাটি রিলিজ করার পর থেকেই তিনি খবরের শিরোনামে। যদিও তার কারণ, তিনি এই প্রথম একটি ভূতের চরিত্রে অভিনয় করেছেন। শুধু তাই নয়, একটি ‘ সেক্সি’ ভূতের চরিত্রে এবং তাঁকে নিয়েই গল্পটা গড়ে উঠেছে।  সিনেমার নাম, ‘ চিকাটি গাডিলু চিঠাকোটুন্ডু’। তেলেগু সিনেমায় কাজ করে বেশ উচ্ছ্বসিত সায়ন্তনী। এখানেই শেষ নয়, তেলেগু ইন্ড্রাস্টির ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তাঁদের কাজের ধরন তাঁর বেশ পছন্দ হয়েছে । ইতিমধ্যে আরও একটি দক্ষিণী সিনেমার প্রস্তাবও পেয়েছেন বলে জানা গিয়েছে। গল্পটিতে দেখা যায় দুই যুগল জুটি ছুটি কাটাতে গিয়ে আটকে যায় একটি ভৌতিক বাড়িতে।  সেখানে তারা একটি সেক্সি ভূতের পাল্লায় পরে। তারপর গল্প আস্তে আস্তে অন্যদিকে মোড় নেই।  সায়ন্তনী আটপৌরেকে জানালেন , ‘’ আমাকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় মেসেজ করে এই সিনেমার ব্যাপারে জানিয়েছেন! তাঁদের আমার চরিত্রটাও ভাল লেগেছে।‘’ ‘’ আপনাকে কেউ যদি রিয়েল লাইকে সেক্সি বলেন, সেটা আপনি কীভাব...

পুজো মিটলে কী করে থাকবেন ফিট, উপায় বাতলে দিলেন বিশিষ্ট পুষ্টিবিদ এবং যাপন সহায়ক ডাক্তার অনন্যা ভৌমিক

  আশ্বিনের শারদপ্রাতে বাঙালির পাতে ভরে উঠেছে হরেক রকমের খাবার। ঠাকুর দেখার সঙ্গে হরেক রকমের খাবার খেতেই হবে। রোল, চাউমিন, মোগলাই, চাইনিজ, বিরিয়ানি, ফুচকা এবং আরও কত কী! সারাবছর যারা শরীরচর্চায় মেতে থাকেন, খুব নিয়ম করে খাবার খান তারাও এই সময়টা একটু বেনিয়ম হয়ে পড়েন। তবে কুচ পরোয়া নেহি, পুজো মিটলেই আবার কী করে নিজের শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে আনবেন সেই কথায় আটপৌরেকে জানালেন বিশিষ্ট পুষ্টিবিদ এবং যাপন সহায়ক ডাক্তার অনন্যা ভৌমিক।  ১) পুজো মিটলেই আমাদের ফিরতে হবে আবার স্বাভাবিক জীবনে।  তাই পুজোর হ্যাংওভার কাটিয়ে নিতে ভীষণভাবে দরকার পড়বে প্রচুর পরিমাণ জলের। জল শরীরের বিষক্রিয়া দূর করতে সাহায্য করে। শরীরের প্রয়োজন মতো দিনে অন্তত তিন থেকে চার লিটার জল খেলে শরীর সুস্থ থাকবে। তবে যাদের বেশী জল খাওয়া বারণ আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া বাকিরা দিনে চার লিটার পর্যন্ত জল পান করলে শরীরের স্বাভাবিক কার্যকলাপ নিয়ন্ত্রিত থাকবে।  ২) মরশুমি ফল খাওয়ার অভ্যাস করুন। এছাড়াও নিয়মিত শাকসবজি খেতে হবে। ফল এবং শাকসবজিতে প্রচুর পরিমানে ফাইবার এবং আন্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে আবার স...

পনেরো মিনিটেই ফিট থাকার রহস্য, উপায় বাতলে দিলেন যোগগুরু

  আটপৌরের নিজস্ব প্রতিবেদন, নৈহাটিঃ  শরীরকে মন্দিরের আখ্যা দেওয়া হয়। আর সেই শরীরকে সর্বদা ঠিক রাখতে আমরা কত পন্থায় না অবলম্বন করে থাকি। আজকাল ইঁদুর দৌড়ের যুগ, আর এই যুগে সময় পাওয়া একটা বিরাট চ্যালেঞ্জিং বিষয়। সময় বের করে শরীর চর্চা করার মতো সময় আমাদের কতজনের হাতেই বা আছে? মনের সুখে ছুটির দিন হাঁটলেই কি আমাদের শরীর ঠিক থাকবে নাকি সপ্তাহে প্রতিদিন জিমমুখী হতেই হবে ? যেমন আইটি সেক্টরে কর্মরত পার্থ সারথী চক্রবর্তী সোম থেকে শুক্র অবধি দম ফেলার সময় পায় না, অথচ কিছুদিন হল সে ঘাড়ের ব্যথায় কাবু। আবার সদ্য বিয়ে করা কৌশিক ভট্টাচার্য ইদানীং অফিস ফেরত সস্ত্রীক হাঁটতে বেরিয়ে নিজেকে ফিট ভাবছেন অথচ গত তিনমাসে তার দশ কেজি ওজন বৃদ্ধি পেয়েছে। তবুও সে নিরুপায়, অফিস ফেরত ছাড়া তার সময় নেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে শরীর চর্চা আর হবে না। এই সময়ের অভাব অনেকেরই তা বলে কী শরীর সে কথা শুনবে। শরীরে বাসা বাঁধছে জটিল রোগ। দিনের পর দিন ওষুধ খেয়েও সেই রোগ সারছে না। তবে ইচ্ছে থাকলে উপায় আছে, বলছেন বিশিষ্ট যোগ গুরু রাহুল তিওয়ারী। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে খুব স্বল্প সময়ে ফিট থাকার জন্য কিছু প...