#কীভাবে_চিনবেন_সারভিসাইটিস_না_ ইউটিআই গরম আসছে, মহিলাদের শারিরীক ঝঞ্জাগুলোও লাইন বেঁধে আসছে । তবে একটু সতর্ক থাকলে এই সাধারণ সমস্যাগুলো থেকে রেহাই পাবেন । সারভিসাইটিস ও ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশনে উপসর্গের কিছু বেসিক পার্থক্য থাকে, যা জানা থাকলে আপনি নিজে থেকে বুঝতে পারবেন । তারমানে আমি এটা বলছিনা আপনি নিজে মেডিসিন স্টোরে গিয়ে বললে সেখান থেকে যা-ই অ্যান্টিবাইয়োটিক ধরিয়ে দেবে সেটার ওপর ভরসা করে বসে থাকুন । না, এটা কখনও করবেন না । যদি তিনদিনের বেশী জ্বরে ভোগেন, প্যারাসিটামলেও না কমে, ডাক্তারের পর্যবেক্ষণ বাঞ্ছনীয় । এবার চট করে পয়েন্ট ওয়াইজ দেখে নিই উল্লিখিত রোগদুটোর কারন ও উপসর্গ- ১) ধরুন, দুদিনের ওপর বেদম জ্বর, সর্দি নেই,কিন্তু হাই টেম্পারেচার । এটা হাইপারথারমিক কনডিশন । ভাবছেন কমে যাবে, রেস্ট নি,অ্যান্টিপাইরেটিক নিই, ডাক্তারের কী দরকার? আজ্ঞে না, এ ভুল করবেন না । জ্বর কিন্তু আসল রোগ নয়, রোগ...