সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

2021 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আটপৌরের মুখোমুখি একেন বাবু

 বাংলা ওয়েব সিরিজের মাইলস্টোন 'একেন বাবু' এই পুজোয় পাঁচে পা দিতে চলছে। আর আমাদের প্রিয় একেন বাবু আবারও উজ্জ্বল হয়ে দর্শকদের মনের মণিকোঠায় আসতে চলেছেন। সদা হাস্য একেন বাবু সবাইকে স্যার বলে সম্বোধন করলেও তাঁকে আমার স্যার বলেই ডাকতে ইচ্ছে করছিল। কেন জানি না বারবার মনে হচ্ছিল এই মানুষটা হয়ত একেবারেই গল্পের মতো। যিনি সবসময় মজা করতে ভালবাসেন, ভালবাসেন রহস্যের জট খুলতে। একেন বাবু ওরফে অনির্বান চক্রবর্তী যদিও বাস্তব জীবনে অনেকটা আলাদা। তিনি হাসতে হাসতে আটপৌরকে জানালেন যে, " আমি একদমই গল্পের চরিত্রের মতো নয়। আসলে চরিত্রের প্রয়োজনে কিছু নিজস্ব স্বত্বা চলেই আসে। কিন্তু আমি বাস্তব জীবনে ঠিক একেন বাবুর মতো নয়!" শুধু তাই নয় একেন বাবুর এই বিরাট সাফল্য অনির্বান-এর একদমই প্রত্যাশিত ছিল না। তিনি জানালেন যে, " আমি সবসময়ই যে কোনও কাজই মন দিয়ে করি। ঠিক সেভাবেই একেন বাবুর কাজ শুরু করেছিলাম। তারপর দর্শকেরা যে এইভাবে একেন বাবুর ভক্ত হয়ে যাবে সেটা আশা করিনি।"  তিনি ছোট বয়স থেকেই মঞ্চে অভিনয় করেন। মফঃস্বলে বড় হয়ে উঠেছেন, কিন্তু কোনওদিনই ভাবেননি যে অভিনয়কেই তিনি পেশা হিসেবে বেছে নেবেন...

আসতে চলেছে চিনে বাদাম

 এনা সাহার মুকুটে আরও একটি পালক যুক্ত হতে চলেছে। প্রযোজক এনা সাহার দ্বিতীয় ছবি 'চিনে বাদামের শুভ মহরত হয়ে গেল কিছু দিন আগেই। প্রযোজক হিসেবে এটিই অভিনেত্রীর দ্বিতীয় ছবি। তবে এই ছবিতে তিনি নিজে অভিনয়ও করবেন এবং তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা যশ দাশগুপ্তকে। এই ছবির পরিচালনার দায়িত্বে শিলাদিত্য মৌলিক।  এনার সাহার প্রযোজনায় প্রথম ছবি 'এস ও এস কলকাতা'-এর পর এই ছবি নিয়েও আশাবাদী অভিনেত্রী। এই ছবির পটভূমিকা একটি মিষ্টি প্রেমের গল্পো। সঙ্গে রয়েছে কমেডি। একটি অ্যাপ খুঁজবে বন্ধু। তবে ডেটিং অ্যাপ নয় কিন্তু। গল্পের স্তরে স্তরে আছে নতুন গল্প। সেই জন্যই অপেক্ষায় থাকতে হবে সিনেপ্রেমী মানুষদের।

" বাংলা ইন্ডাস্ট্রির প্রতি কি আক্ষেপ আছে? "

শিক্ষিকা থেকে মডেল এবং অতঃপর অভিনেত্রী! প্রিয়াঙ্কা দে এখন তেলেগু সিনেমার ব্যস্ত নায়িকা। যদিও কথাটা শুনে অভিনেত্রী হাসতে হাসতে বললেন, " একদমই না। সবে মাত্র তেলেগু সিনেমায় খাতেখড়ি দিয়েছি।" কিন্তু তিনি হাতেখড়ি দিয়েই তেলেগু সিনেমায় তিনটে কাজ করছেন। ইতিমধ্যে একটি সিনেমার কাজ শেষ হয়েছে এবং আরও দুটির কাজ চলছে। তাঁর ব্যস্ত সময়ের মধ্যেও হায়দ্রাবাদ থেকে আটপৌরেকে জানালেন যে, " আমার অনেক দিনের ইচ্ছে ছিল সাউথে কাজ করব। অবশেষে যখন সুযোগ পেয়েছি তখন নিজের একশো শতাংশ দিয়ে কাজগুলো করতে চাই।"  একসময়ে তিনি কোনও এক গহনা বিপনির পোস্টারে সারা শহর ছেয়ে গিয়েছিলেন। প্রচুর বিজ্ঞাপনের ছবিতে কাজ করছেন। 'মহালয়া',' রক্তকরবী' , ' সুইজারল্যান্ড' এর বক্স অফিস হিট করা বাংলা ছবিতে পার্শ্ব চরিত্রের অভিনয় দর্শকদের প্রসংশা কুড়িয়েছে। কিন্তু এই বাংলা ছেড়ে হঠাৎ সাউথ? তিনি জানালেন," আমার কাছে কোনও গন্ডি নেই। কাজটাই সব। আমি এখন ভাল কাজ করতে চাইছি। সেটা যে কোনও ভাষাতেই হোক না কেন। যদিও তেলেগু ছবিতে কাজ করতে এসে একটু ভাষাগত সমস্যা হয়েছিল কিন্তু আমাদের প্রোডাকশন টিম সেইটুকুও কাটিয়ে দ...

"আসলে ইচ্ছেটাই সব। "

ইচ্ছে থাকলে সব হয়। হ্যাঁ এই ছোট্ট কথাটাই যাঁরা নিজের জীবনের মন্ত্র করে নিয়েছেন, তাঁদের কেউ আটকাতে পারিনি। ফটোগ্রাফার তথাগত ঘোষ সেই ইচ্ছে শক্তির জলন্ত উদাহরণ। এই মুহূর্তে কলকাতার অন্যতম সেলিব্রিটি ফটোগ্রাফার তথাগত। ফ্যাশন ফটোগ্রাফির জগতে এই মুহূর্তে তিনি ইয়ং জেনারেশনের মাইলস্টোন। একটুকুও বাড়িয়ে বলছি না। কলকাতার আনাচে-কানাচে একটু কান পাতলে তথাগত ঘোষের সুনাম ঠিক পেয়ে যাবেন।  যদিও চিত্রগ্রাহক ঘোষ বাবু এইসব নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন। তাঁর কথায়," এখন অনেক কাজ বাকি। আরও আরও কাজ করে যেতে হবে। আর ভাল-খারাপের ব্যাপারটা তো আমার কাজই বলবে।"  এই মুহূর্তে কলকাতার এহেন কেউ নেই যিনি ফ্যাশন ফটোগ্রাফিতে তথাগত ঘোষের নাম শোনেনি। যদিও এই জার্নিটা সহজ ছিল না। তথাগত আটপৌরেকে জানালেন যে," আমি খুব ছোট থেকেই ক্যামেরা নিয়ে ঘাঁটাঘাঁটি করতাম। একটা খিদে ছিল যে ছবি তোলাটা শিখতে হবে। শিখতেই হবে। পুরো ব্যাপারটা জানতে হবে। যখনই সময় পেয়েছি, তখনই ছবি তোলা নিয়ে মেতে থাকতাম। নিজের মতো ব্যাপারগুলোকে ভাবতাম।" তথাগত ঘোষ আজ পর্যন্ত বহু নামীদামী কোম্পানির সঙ্গে কাজ করেছেন। দেশি-বিদেশি বহু বিজ্ঞাপন, ফ্যাশন ফট...

"অভিনয় আমার প্রথম ভালবাসা।।"

  তিনি আগের চেয়ে অনেক পরিণত, অনেক বেশি কাজ নিয়ে বদ্ধপরিকর। অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা এখন শুধুমাত্র ভাল কাজের জন্য মুখিয়ে আছেন। মুখিয়ে আছেন বাংলা ইন্ডাস্ট্রিকে সুপারহিট কাজ দিতে। শুধু বাংলা কেন, বাংলা ছাড়াও বাকি ইন্ডাস্ট্রি যেমন হিন্দি কিংবা সাউথ ইন্ডাস্ট্রিতেও ভাল চরিত্রে কাজ করতে  তিনি প্রস্তুত।  তাঁর ঝুলিতে একের পর এক হিট ছবির সারি। 'সমান্তরাল', 'উমা', 'এক যে ছিল রাজা'  কিংবা 'লালবাজার' মতো ওয়েব সিরিজে তাঁর সাহসী অভিনয় দর্শকদের কাছে তাঁর চাওয়া-পাওয়াটা বাড়িয়ে দিয়েছে। শুধু বড় পর্দায় নয়, ছোট পর্দায় 'কিরণমালা', 'জয়ী', 'সাত ভাই চম্পা'-এর মতো কাজ দর্শক আজও মনে রেখেছে।  কিন্তু গত দুবছর সেই ভাবে কোনও কাজ না হওয়ায় অভিনেত্রী একটু অখুশি। তাঁর কথায়, " অনেক কাজ আটকে আছে। লকডাউনের জন্য বাইরেও যেতে পারছি না। না হলে বেশ কয়েকটা ভাল কাজ এতদিনে মুক্তি পেয়ে যেত।" তাঁকে জিজ্ঞাসা করলাম, " এই যে বাংলা সিরিয়ালের ওয়ার্ক ফর্ম হোমের কন্সেপ্টটা কি গ্রহণযোগ্য?" তিনি একবাক্যে জানালেন," না। আমার মতে এতে কাজের মান অনেক কমে যায়। কিন...

নয়না গঙ্গোপাধ্যায় এখন শিরোনামের শিরোনামে।

 তিনি সর্বদা চরিত্র নিয়ে চ্যালেঞ্জ নিতে ভালবাসেন। আর ভালবাসেন বলেই তো সারা ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিজের নাম করে নিয়েছেন।  নয়না গঙ্গোপাধ্যায় এখন শিরোনামের শিরোনামে। হ্যাঁ, এতটুকুও বাড়িয়ে বলছি না। সম্প্রতি তাঁর অভিনীত 'ডেনজারাস' -এর ট্রেলর মুক্তি পেয়েছে এবং বহুল চর্তিত হয়েছে। কারণ রাম গোপাল ভরমার এই ছবিটি প্রথম লেসবিয়ান ক্রাইম থ্রিলার! কী খটকা লাগল মনে? তবে এই খবর প্রথম আটপৌরেই ব্রেক করেছিল বেশ কিছুদিন আগে।  রামগোপাল ভর্মা বরাবরই একটু হাটকে খেলেন। তাঁর সিনেমা সবসময়ই একটু দগদগে হয়, আসলে মানুষটাই এমনই। আর এই মানুষটির সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন নয়না গঙ্গোপাধ্যায়। একটু শুধরে নিই, সাহসী নয়না গঙ্গোপাধ্যায়।  আটপৌরেকে তিনি জানালেন যে, " চরিত্রকে নতুন ভাবে নিয়ে কাজ করতে হয় সবসময়। আর এই রোলটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমার কাছে। এই ধরনের কোনও চরিত্র এর আগে করিনি। তাই অনেক ভেবে, অনেক রিসার্চ করে কাজটা করেছি এবং নিজের ১০০% দিয়েছি।" একটু থেমে তিনি আরও জানালেন যে, " আমি যখন একবার  চরিত্রের মধ্যে ঢুকে যায় তারপর আর কিছু খেয়াল থাকে না। শুধু মনে হয় কাজটা করতে হবে, ভাল কাজ করতে হবে।...

আটপৌরের মুখোমুখি অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়

  অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় এই মুহূর্তে বাংলা সিনেমা জগতে খুব পরিচিত নাম। শুধু পরিচিত বললেই ভুল হবে, বলা ভাল বাংলা সিনেমার উঠতি মুখেদের ভিড় তিনি একলব্য। একটুকুও বাড়িয়ে বলছি না। 'অশোকনগর নাট্যআনন' নাটকের দলে তিনি  তাঁর অভিনয়ের হাতিখড়ি দিয়ে পথচলা শুরু করেন। যদিও অভিনয়টা তাঁর রক্তেই ছিল। শান্তিলাল মুখোপাধ্যায়ের ছেলে ঋতব্রত মুখোপাধ্যায় যে একটা সময়ে নাম করবে, সেটাই তো স্বাভাবিক ছিল। আটপৌরের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানালেন, " অনেক ছোট বয়স থেকে নাটকের সঙ্গে যুক্ত। বাবা, চন্দন সেন এনাদের মতো মানুষের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এখনও শিখে চলেছি।" সুজয় ঘোষের ' কাহিনী' ছবিতে তাঁর আত্মপ্রকাশ। তারপর ' ওপেন টি বায়োস্কোপ'। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে সবার। ' দুর্গা সহায়', ' রক্ত রহস্য', ' গোয়েন্দা জুনিয়র', 'পর্ণমোচী', 'কিশোর কুমার জুনিয়র', ' দ্বিতীয় পুরুষ', ' জেনারেশন আমি' এবং আরও। এই বয়সে তিনি বাংলার প্রথম সারির পরিচালকদের সঙ্গে কাজ করে ফেলেছেন। তবে এই প...

‘’ আমি সাধারণ মানুষ। তারকা নয়। আর আমি বহুদিন ধরেই পার্টির সঙ্গে যুক্ত। পার্টির বহু উত্থান পতনের সাক্ষী।"

‘’দিনবদলের এই দূত , দেবদূত, দেবদূত’’ ! হ্যাঁ এইরকমই পোস্টারে আপাতত দক্ষিণ কলকাতার একটা অংশ ছেয়ে গিয়েছে । টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই ( এম ) প্রার্থী কমরেড দেবদূত ঘোষ , একদম লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন । শুধু তাই নয় তিনি জেতার ব্যাপারেও একদম নিশ্চিত । তাঁর বিপরীতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাস এবং বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে টেক্কা দিতে তিনি প্রস্তুত । তিনি অকুতোভয় , তিনি চরৈবেতি । তবে বাকি দুই প্রার্থীর তুলনায় তিনি কিছুটা হলেও ভোটের ময়দানে নবাগত তবে দেবদূত ঘোষের রক্তে রয়েছে রাজনীতি । পরিবার সূত্রে বহুকাল আগে থেকেই রাজনীতির সঙ্গে তাঁর হাতেখড়ি । শুধু তাই নয় , একদম নিভৃতে থেকে পার্টির জন্য বহুকাজ তিনি করে গিয়েছেন । মিছিল থেকে ব্যারিকেড সবেতেই তিনি ছিলেন , আছেন , থাকবেন । তাঁকে জিজ্ঞাসা করলাম, ‘’ আপনি কি জেতার ব্যাপারে আশাবাদী ?’’ তিনি একবাক্যে উত্তর দিলেন, ‘’ হ্যাঁ। আমি একশো শতাংশ আশাবাদী। যত মানুষের কাছে যাচ্ছি তত দেখছি পাচ্ছি তাঁরা কী চাইছেন। কেন্দ্র এব...

'ডি-কোম্পানি' নিয়ে কী জানালেন অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়, জেনে নিন

তিনি বাংলার কিরনময়ী, অন্তত বাংলা ইন্ডাস্ট্রিতে এই নামেই পরিচিত অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়। চরিত্রহীন ১,২ এবং ৩ প্রতিটি পর্বেই তাঁর উজ্জ্বল উপস্থিতি বাংলার দর্শকের মনের মণিকোঠায় এখনও বেশ চনমনে। তবে তাঁর বিরুদ্ধে একটা অভিমান কিন্তু আছেই! তিনি নাকি বাংলায় কম কাজ করেন? না না আমি নয়, দর্শকেরা বলে থাকেন। তবে তিনি এইসব ব্যাপারকে একদম পাত্তা দিতে চান না। তাঁর কথায়," কাজটাই আসল। সেটা কলকাতায় হোক কিংবা মুম্বইতে, কাজ করে যাওয়াটা আমার একমাত্র লক্ষ্য।" ২৬শে মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রাম গোপাল ভার্মার ছবি 'ডি-কোম্পানি'। আর এই ছবিতে দাউদ ইব্রাহিমের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন নয়না গঙ্গোপাধ্যায়। সিনেমার তাঁর নাম সুজাতা। রাম গোপাল ভার্মার ছবি মানেই একটু বিশেষ কিছু। সেটা ভূতই হোক কিংবা দগদগে থ্রিলার, রাম গোপাল ভার্মা মানেই থোৱা সা হাটকে! মুম্বই, আন্ডার-ওয়ার্ল্ড, খুন, পলিটিক্স সব মিলিয়ে মিশিয়ে 'ডি-কোম্পানি'-এর মুক্তির অপেক্ষায় মুখিয়ে রয়েছে বড় পর্দা। নয়না গঙ্গোপাধ্যায়ের কথায়," এই ছবিতে আমি একজন পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। নাম সুজাতা। সে দাউদের প্রেমিকা। দ...

ফেলনা নিয়ে কী বললেন অভিনেত্রী রোশনী , জেনে নিন

 রোশনী তন্বী ভট্টাচার্য শুধু কাজটা ভালবাসেন। আর সেই কাজের জন্যই তিনি মাঝেমাঝে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে চলে যান। আর যখন ফিরে আসেন তখন আবার তাক লাগিয়ে দেন। হৃদয়হরণ বিএ পাশের নায়িকা রোশনী আবারও ছোট পর্দায় বড় ভূমিকায়। এবার তিনি 'ফেলনা' ধারাবাহিকে বেণীর চরিত্রে অভিনয় করছেন। তাঁর কথায়,"আমাকে দর্শক এর আগে যে চরিত্রে দেখেছেন, সেই চরিত্র থেকে অনেকটা আলাদা এইবারের চরিত্র।" আসলে তিনি প্রতিবারই চ্যালেঞ্জ নিতে ভালবাসেন।  রাজ চক্রবর্তী পরিচালিত এই ধারাবাহিকে বেণী একজন ম্যাজিশিয়ান। কিন্তু কোথাও মেয়ে বলে এই পুরুষতান্ত্রিক সমাজ এবং পরিবার তাঁকে দমিয়ে রেখেছে। তবুও বেণী প্রতিবাদী। তবুও বেণী জেদী। ধীরে ধীরে বেণীর জীবনের পট পরিবর্তন হয় এবং এই গল্পে আরও অনেক চরিত্র আসে। বেণীর জীবনের ম্যাজিক আসে, আসে বহু উত্থান-পতন। তবুও বেণী আলাদা। আগামী ১মার্চ থেকে আসতে চলেছে ধারাবাহিক ফেলনা। স্টার জলসায় পর্দায় প্রতিদিন রাত ৮.৩০ থেকে দেখা যাবে এই ধারাবাহিক। অভিনেত্রী রোশনীকে জিজ্ঞাসা করলাম," মাঝে এতদিনের ব্রেক, এটা কি কাকতলীয়?" তিনি হাসতে হাসতে বললেন," আমার একটু সময় লাগে। একটা চরিত্র থেক...

'মিটার ডাউন' নিয়ে কী বললেন অভিনেত্রী পৌলমী দাস, জেনে নিন

 মিটার ডাউন! সঙ্গে সঙ্গে প্রশ্ন আসতেই পারে, কীসের? সহজ উত্তর ট্যাক্সির! হুম, ঘাঁটা লাগছে তো। সেটাই স্বাভাবিক। একটু ভেঙে বলি। এই মাসের শেষে শুটিং শুরু হতে চলেছে বাংলা ছবির ' মিটার ডাউনের'। পরিচালক কিংশুক সরখেলের ছবি মিটার ডাউনের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা সৌরভ দাস এবংঅভিনেত্রী পৌলমী দাস। এছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন সময় দাস, পারমিতা মুখোপাধ্যায়,শুভমিতা মুখোপাধ্যায় এবং প্ৰমুখ। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অম্লান চক্রবর্তী। ছবিটি প্যানডোরাস বক্সের প্রযোজনায় আর কিছুদিনের মধ্যেই সিনেমা হলে আসতে চলেছে এই সিনেমাটি।  অভিনেত্রী পৌলমী দাস জানালেন যে," এই ছবিটির গল্পটি বেশ আলাদা। এখানে আমি সৌরভের বোনের চরিত্রে অভিনয় করব। সৌরভ একজন ট্যাক্সি চালক।গল্পটা একদম একটা মধ্যবিত্ত পরিবারের গল্প। যেখানে একটা বিবাহিত মেয়ে তাঁর ভাইয়ের কাছে এসে ওঠে। তারপর গল্পের প্লট ধীরে ধীরে বদলাতে শুরু করে। এখানেই শেষ নয়, বিভিন্ন সামাজিক ক্রিয়া-প্রতিক্রিয়া আসতে শুরু করে।" অভিনেত্রী হঠাৎ থেমে গেলেন। আমি বললাম, "তারপর?" তিনি হাসতে হাসতে বললেন, "এখন এইটুকুই! বাকিটা নৈব নৈব চ।...