মিটার ডাউন! সঙ্গে সঙ্গে প্রশ্ন আসতেই পারে, কীসের? সহজ উত্তর ট্যাক্সির! হুম, ঘাঁটা লাগছে তো। সেটাই স্বাভাবিক। একটু ভেঙে বলি। এই মাসের শেষে শুটিং শুরু হতে চলেছে বাংলা ছবির ' মিটার ডাউনের'। পরিচালক কিংশুক সরখেলের ছবি মিটার ডাউনের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা সৌরভ দাস এবংঅভিনেত্রী পৌলমী দাস। এছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন সময় দাস, পারমিতা মুখোপাধ্যায়,শুভমিতা মুখোপাধ্যায় এবং প্ৰমুখ। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অম্লান চক্রবর্তী। ছবিটি প্যানডোরাস বক্সের প্রযোজনায় আর কিছুদিনের মধ্যেই সিনেমা হলে আসতে চলেছে এই সিনেমাটি।
অভিনেত্রী পৌলমী দাস জানালেন যে," এই ছবিটির গল্পটি বেশ আলাদা। এখানে আমি সৌরভের বোনের চরিত্রে অভিনয় করব। সৌরভ একজন ট্যাক্সি চালক।গল্পটা একদম একটা মধ্যবিত্ত পরিবারের গল্প। যেখানে একটা বিবাহিত মেয়ে তাঁর ভাইয়ের কাছে এসে ওঠে। তারপর গল্পের প্লট ধীরে ধীরে বদলাতে শুরু করে। এখানেই শেষ নয়, বিভিন্ন সামাজিক ক্রিয়া-প্রতিক্রিয়া আসতে শুরু করে।" অভিনেত্রী হঠাৎ থেমে গেলেন। আমি বললাম, "তারপর?" তিনি হাসতে হাসতে বললেন, "এখন এইটুকুই! বাকিটা নৈব নৈব চ।"
সদ্য ফেলুদা ফেরতের সাফল্যের রেশ এখন কাটেনি, পৌলমী দাস এরমধ্যেই আবার নতুন ছায়াছবির কাজে ঝাঁপিয়ে পড়লেন। অভিনেত্রীর কথায়, "এখন শুধু নিজেকে ভাল কাজের মধ্যে রাখতে চাই। শুধু কাজ কাজ আর কাজ।"শুধু সিনেমায় নয়, অভিনেত্রী এখন মঞ্চেও দাপিয়ে বেড়াচ্ছেন। খরাজ মুখোপাধ্যায়ের নাটকের দলে তিনি এখন অভিনয় করেছন। তিনি আরও জানালেন যে, " শুধু মঞ্চই নয়, ইচ্ছে আছে সিরিয়ালেও কাজ করার।"
ইতিমধ্যেই ভ্যালেন্টাইন উইক, সরস্বতী পুজো কেটে গেল। কিন্তু অভিনেত্রী পৌলমী দাস কেমন যেন চুপচাপ। জিজ্ঞাসা করলাম, "আপনি কি এখনও সিঙ্গেল?" অভিনেত্রী বেশ কিছুটা ভেবে বললেন, " আমি ঠিক জানি না। ওই আর কী!" রহস্যেটা রহস্যই থেকে গেল।
(সাক্ষাৎকার-আদিত্য ঘোষ
ছবি-সংগৃহীত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন