তিনি চেয়েছিলেন ট্রাফিক পুলিশ হতে! কিন্তু হয়ত সবটাই ভাগ্যের পরিহাস। তাই
ট্রাফিক পুলিশের সেই চাকরি হল না, তবে তিনি সোজা চলে এলেন ক্যামেরার সামনে। পৌরবী
সেনগুপ্ত থেকে অভিনেত্রী পৌরবী সেনগুপ্ত হয়ে ওঠাটা অনেকটা একটা না চাওয়া গল্পের
মতো! তবে তিনি কিন্তু বেশ খুশি, চুটিয়ে মজা নিচ্ছেন অভিনয় করার।
ছোট থেকেই তাঁর নাচের প্রতি অমোঘ আকর্ষণ।
আর সেই থেকেই ড্যান্স ড্রামা এবং ঘটনাচক্রে বাংলা ধারাবাহিকে চলে
আসা। তিনি ‘দুগ্গা দুগ্গা’তে গৌরীর চরিত্রে অভিনয় করেছেন।
ওখান থেকেই তাঁর বাংলা সিরিয়ালের হাতেখড়ি। তারপর ‘মেমবউ’তে রিমি, ‘কৃষ্ণা’তে
শ্রেয়া এবং বর্তমানে ‘মহাপ্রভু শ্রী চৈতন্য’তে লক্ষ্মী এবং রাধার চরিত্রে অভিনয়
করছেন।
বাংলা অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী পৌরবী আটপৌরেকে জানালেন যে, ‘’ সিরিয়ালের আসার আগে
একটা শর্ট ফিল্ম করেছি। তবে সিরিয়াল করতে করতে অনেকগুলো ওয়েব সিরিজের অফারও
পেয়েছি,কিন্তু আপাতত করে হয়ে ওঠা হয়নি! আগে ভাল করে অভিনয়টা
করতে চাই। তারপর দেখা যাবে কী হবে আর সিরিয়ালে পুরো ব্যাপারটা একটা সময় ফ্যামিলির
মতো হয়ে যায়। খুব মজা হয়।‘’
যদিও তাঁর ভবিষ্যতের
ইচ্ছে প্রসঙ্গে তিনি জানালেন, ‘’ এই মুহূর্তে ভাল কাজ করলে অবশ্যই ভবিষ্যৎটা ঠিক থাকবে। আরও কাজ
করতে করতে এগিয়ে যেতে হবে।‘’
এই মুহূর্তের বাংলার
প্রিয় নায়ক কে জিজ্ঞাসা করাতে তিনি জানালেন, ‘’ অবশ্যই আবীর চট্টোপাধ্যায়। ইচ্ছে
আছে ওনার সঙ্গে স্ক্রীন শেয়ার করার।‘’ঘুরতে যাওয়ার প্রসঙ্গে তিনি জানালেন, ‘’ এমনিতে ঘুরতে যাওয়া হয় না! আমার মা-বাবা বারবার বলে আগে বিয়ে কর, তারপর বরের
সঙ্গে ঘুরতে যাবি।‘’ ফোনের ওপার থেকে শুরু
হাসির শব্দ পেলাম।
( ছবি- সংগৃহীত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন