‘অ্যাঞ্জেলা ইভেন্ট’-
এর দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের সাক্ষী থাকল অসংখ্য দর্শক এবং সামজের বিভিন্ন
স্তরের গুণীজনেরা। ৯ মে বিড়লা প্ল্যানেটরিয়াম অনুষ্ঠিত হল ‘ কবি প্রণাম সম্মান
২০১৯’। এই অনুষ্ঠানে যেমন সমাজের বিভিন্ন কৃতীদের
সম্মানিত করা হল, তার পাশাপাশি একটা সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা প্রত্যেকটি
দর্শকদের মননে একটি অনন্য জায়গা করে নিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কল্যাণ সেন বরাট, পণ্ডিত প্রদ্যুত মুখোপাধ্যায়।
এছাড়াও উপস্থিত ছিলেন সুমনা নিয়োগী, শমিত সাহা, রুদ্র সেন, সুমনা ঘোষ, দেবমাল্য
ভট্টাচার্য এবং রতন ঝাঁওয়ার।
এইদিন সমাজের বিভিন্ন
স্তরের গুণীদের ‘ কবি প্রণাম সম্মান ২০১৯’ প্রদান করা হয়। এই সম্মান প্রাপকরা হলেন
প্রিয়ঙ্কা সরকার, তথাগত ঘোষ, সায়ন্তনী গুহঠাকুরতা, ঝুমকি সেন, ইন্দ্রানী গাঙ্গুলি,
রাজ ভট্টাচার্য, সুমনা সামন্ত মুখোপাধ্যায়, মনিকা রায়, আদিত্য গৌতম, মুনমুন
ব্যানার্জি, ববি মণ্ডল, তৃপ্তি ক্রিয়েশন, রবি চৌধুরী, টিম পরম্পরা, জয়শ্রী খারা,
ডাক্তার পার্থ সারথী মুখোপাধ্যায়, ইন্দ্রাশিস চট্টোপাধ্যায়, সোমনাথ দত্ত এবং
গৌরাঙ্গ মণ্ডল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন