টলিপাড়ায় কান পাতলেই নাকি শোনা যাচ্ছে, সায়ন্তনী গুহঠাকুরতা নাকি শিলাজিৎ মজুমদারের
প্রেমে পড়েছেন! হ্যাঁ, আগের লাইনটা আরেকবার পড়তে হবে! শুধু তাই নয়, থমকে দাঁড়াতেও হবে। কী হল ব্যাপারটা ? সত্যি নাকি? হ্যাঁ,ব্যাপারটা একদম সত্যি। তবে ঘটনাটা বিয়েল লাইফে নয় ,রীল
লাইফে।
ছবির নাম ‘ টোটাল মস্তি’। কমল রায় পরিচালিত এই কমেডি ছবির শুটিং শুরু হতে
চলেছে। আমাদের অনেকেরই ‘ডামাডোল’ ছবির কথা মনে আছে। সেই ছবির পরিচালক ছিলেন কমল
রায়। সেটিও একটি দুর্দান্ত কমেডি ছবি ছিল। এই ছবির স্ক্রিপ্ট লিখেছেন অরিন্দম গুহ।
শত্রুজিৎ দাশগুপ্ত সিনেমার মিউজিক করেছেন।
সিনেমার মূলে রয়েছে তিনটি চরিত্র, শিলাজিৎ মজুমদার, সায়ন্তনী গুহঠাকুরতা এবং
সোনালী চৌধুরী। শিলাজিৎ একটি মাঝবয়সী লোক, যার প্রেমে পড়বেন সায়ন্তনী এবং তাঁরা
প্রেম করতে যাবেন সমুদ্র পারে। তারপর সোনালী যিনি সিনেমায় শিলাজিৎ-এর বৌ-এর
চরিত্রে অভিনয় করছেন, সে তাঁদের হাতেনাহাতে পাকড়াও করতে যাবেন সমুদ্রতীরে! কলকাতা
এবং মন্দারমণির কিছু অংশে এই সিনেমার শুটিং হবে বলে জানা গিয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন