বাঙালিরা কিন্তু ভূতে ভয় পায় অথবা বলা ভাল, ভূতে ভয় পেতে ভালবাসে। বাংলা সিনেমার
ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, প্রায় সব ভূতের সিনেমাই কমার্শিয়ালি সাকসেকফুল। যদিও সেইভাবে
বাংলায় ভূতের সিনেমা হয় না, এমনই অভিযোগ ছিল বাংলা সিনেমার অগণিত দর্শকদের। তবে সেই
অভিযোগকে নস্যাৎ করে এই মাসেই মুক্তি পেতে চলেছে, ‘ ভূত চতুর্দশী’। এসভিএফ প্রযোজিত
এই ছবি মুক্তি পাচ্ছে মে মাসের ১৭ তারিখ।
সাব্বির মালিকের পরিচালনায় এই ছবিতে দেখা যাবে আরিয়ান ভৌমিক, এনা সাহা,
সৌমেন্দ্র ভট্টাচার্য এবং দিপ্সিতা মৈত্রকে। ছবির গল্প লিখেছেন মৈনাক ভৌমিক এবং সাউন্ডস্কেপ করেছেন নবারুন বসু এবং টিটো।
বাংলা সিনেমার একেবারে ‘ ইয়ং জেনারেশন’ নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। এখানে যেমন
একদিকে রয়েছে বন্ধুত্বের গল্প ঠিক অন্যদিকে রয়েছে একটা ভূতুরে অভিজ্ঞতার কথা।‘ ভূত চতুর্দশী’
সাব্বির মালিকের ‘ডেবিউ’ সিনেমা হলেও, অভিনেত্রী এনা সাহা পরিচালক এবং পুরো ইউনিটের ভূয়সী
প্রশংসা করলেন। তিনি আটপৌরেকে জানালেন, ‘’ এই কাজটা করতে খুব মজা পেয়েছি। পুরো
ইউনিটটা খুব ভাল। প্রচণ্ড মিলেমিশে কাজ করেছি সবাই।‘’
গল্পের মূলে রয়েছে চার
বন্ধু আর একটা ভূতুরে বাড়ি। আরিয়ান ওরফে রানো সিনেমা ভালবাসে। ওর পরিচালনা করার
খুব শখ। একটা ডকুমেন্টারি শুট করার জন্য রানো এই বাড়িটা বেছে নেয়। রানোর বিপরীতে
আমরা দেখতে পাবো শ্রেয়া অর্থাৎ এনাকে। রানো এবং শ্রেয়া একে অন্যকে ভালবাসে। এনা
সাহার কথায়, ‘’ ওরা একটা সিরিয়াস রিলেশানে আছে!’’ রানো একটা রোড ট্রিপের প্ল্যান করে।
শুধু তাই নয়, ওরা ওদের বন্ধু দেবু ওরফে সৌমেন্দ্র
এবং পৃথা ওরফে দিপ্সিতা এই রোড ট্রিপে ওদের সঙ্গে যেতে বলে। শ্রেয়া এবং পৃথা একে
অপরের খুব ভাল বন্ধু! দেবু এবং পৃথা একে অন্যকে ভালবাসলেও ওরা এই ব্যাপারে একটু
উদাসীন।
যদিও এই রোড ট্রিপের প্ল্যান আদতে শেষ হয় একটি ভূতুরে বাড়িতে। সেখানেই লুকিয়ে
আছে সিনেমার ইউএসপি। কী হয় সেখানে? রানো নাকি শ্রেয়াকে প্রপোজ করে নাকি একটা
ভূতুরে অভিজ্ঞতা ঘেঁটে দেয় ওদের জীবন ? অভিনেত্রী এনা সাহা জানালেন, ‘’ সিনেমা বলে
নয়, আমরা যখন ওখানে শুট করছিলাম, তখনও আমরা বেশ কিছু নেগেটিভ এনার্জি অনুভব
করেছিলাম!’’ জিজ্ঞাসা করলাম তারপর ? এনা সাহা জানালেন, ‘’ বাকিটা জানতে হলে, আসতে
হবে সিনেমা হলে। আশা করি, কাউকে আমরা চেয়ার ছেড়ে উঠতে দেবো না। আট থেকে আশি সবাই
আসুন সিনেমাটি দেখতে। আশা করি আপনাদের সবার ভালই লাগবে।‘’
( সাক্ষাৎকার- আদিত্য ঘোষ
ছবি- এনা সাহার থেকে সংগৃহীত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন