বাঙালিরা নাকি আর বাঙালি নেই? তাঁরা নাকি সব সংস্কৃতি বিসর্জন দিয়ে দিতে বসেছে! ভুলে গেছে তাঁদের শেকড়ের টান, মাটির গন্ধ, ঢাকের আওয়াজ , মায়ের সনাতনী রূপ। যদিও এই নিয়ে তীব্র বিতর্ক রয়েছে! কেউ কেউ বলেন বাঙালি নাকি দুর্গা পুজোর রীতিনীতিও বিসর্জন দিয়ে দিয়েছে। সাবেকিয়ানার সঙ্গে পাল্লা দিচ্ছে থিমের জৌলুস! হারিয়ে যাচ্ছে সেই বাঙালিয়ানা, সেকালের দুর্গা পুজোর ঐতিহ্য। আর এই গোটা ব্যাপারটা নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি নির্মাণ করছেন পরিচালক রূপম পাল। তিনি এই সিনেমার ব্যাপারে প্রচণ্ড আশাবাদী।
তিনি জানালেন, ‘’ একান্তই আমাদের না বলতে পারা কিছু কথা বলবে 'দুর্গা দুর্গতি'।সাবেককালের পুজোর প্রানময়তা আজ নেই।কেবল অসুস্থ অরাজগতার ছাইপাশ। বোধনের আগেই বিসর্জন হচ্ছে বাঙালির রুচিভাবনার।" শুধু এটুকুই না। গল্পের প্রতিটা স্তরে রয়েছে একটা অন্য গল্প, একটা নতুন ভাবনা!
পুরো ব্যাপারটা পরিচালক ভাঙতে না চাইলেও তিনি আটপৌরেকে জানালেন, ‘’ বাকিটা তোলা থাক।তবে আমরা নিজেদেরকে খুঁজে পাবো।‘’ ছবিতে অভিনয় করেছেন দেবলীনা ঘোষ, দেবজয় মল্লিক, সৌম্যদীপ্ত সাহা, স্বাগতা বসু, সুব্রত গুহ রায় এবং প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন রাজীব দাস। চিত্রগ্রাহক উজ্জ্বল মল্লিক। ছবিতে গান গেয়েছেন শ্রাবণী সেন। আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে এই ছবিটি। তবে প্রথমে ফেস্টিভ্যালে পাঠানো হবে বলে জানিয়েছেন এই ছবির পরিচালক- প্রযোজক রূপম পাল। তারপর ছবিটি ডিজিটাল মাধ্যমে আসবে।
( ছবি- রূপম পালের থেকে সংগৃহীত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন